কলকাতা টিভি ওয়েবডেস্ক: প্রস্তাব দেওয়া হলেও এনসিএ-র হেড কোচ হচ্ছেন না ভিভিএস লক্ষ্মণ৷ শোনাযাচ্ছে বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা নাকি জানিয়ে দিয়েছেন তিনি৷৷ দ্রাবিড়ের জায়গায় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির নতুন কোচ কে হবেন, তা নিয়েই এখন চিন্তায় বোর্ড কর্তারা৷
গত শনিবারই ভারতীয় দলের হেড কোচ হিসাবে নিশ্চিত হয়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়৷ এরপরই রবিবার নিয়ম অনুযায়ী কোচ এবং এনসিএ হেডের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বোর্ড৷ এনসিএ হেডের পদে আবেদনের জন্য সময়সীমা ৩ নভেম্বর পর্যন্ত রয়েছে৷
সেই সময়ের আগেই এনসিএ হেডের জন্য ভিভিএস লক্ষ্মণকে প্রস্তাব দিয়েছিল বোর্ড৷ কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছেন খোদ ভিভিএস লক্ষ্মণই৷
রাহুল দ্রাবিড়ের পরিবর্ত হিসাবে একজন তারকা এবং অভিজ্ঞ ক্রিকেটারকেই চাইছিলেন বোর্ড কর্তারা৷ যার ইিমধ্যেই বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ এমনই একজনের খোঁজে রয়েছে বোর্ড৷ আর সেই অনুয়ায়ী ভিভিএস লক্ষ্মণ প্রথম পছন্দ ছিল বোর্ড কর্তাদের৷
এই মুহূর্তে বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা এবং সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসাবে যুক্ত রয়েছেন লক্ষ্মণ৷ এছাড়া ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে রয়েছে ৮৭৮১ রান৷ ১৭ টি শতরানও রয়েছে তাঁর৷ আর এসবের পর লক্ষ্মণ ছাড়া অন্য কাউকেই আর এনসিএ-র প্রধান হিসাবে ভাবতে পারেনি সৌরভের বিসিসিআই৷
দ্রাবিড়ের জায়গায় তাই তাঁর হাতে দায়িত্ব তুলে দিতে চেয়েছিল বোর্ড৷ কিন্তু এখনই এই দায়িত্ব নিতে রাজি নন প্রাক্তন ভারতীয় তারকা৷ আপাতত ৩ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে বোর্ডের হাতে৷ সেই সময়ের মধ্যে যারা আবেদনপত্র পাঠাবেন, সেখান থেকেই হয়ত এনসিএ-র প্রধান কোচ বেছে নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা৷