পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) দায়িত্ব নিয়েই কাজ করা শুরু করে দিলেন চেয়ারম্যান রামিজ রাজা।দায়িত্ব নিয়ে প্রথমদিনই বড় চমক দিলেন তিনি। কয়েকদিন আগেই পাকিস্তানের কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন মিসবাহ-উল-হক। তাঁরই সঙ্গে একই সময় সরে দাঁড়ান পেস বোলিং কোচ পাক কিংবদন্তি ওয়াকার ইউনিস। এটা ঘটে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণার পরই।মধ্যবর্তী সময়ে কোচ হয়ে নিউজিল্যান্ডের সিরিজে কাজ চালাচ্ছেন,দুই প্রাক্তন জাতীয় ক্রিকেটার- আব্দুর রজ্জাক এবং সাকলাইন মুস্তাক।
এবার কোচের দায়িত্বে দেখা যাবে প্রাক্তন অজি মারকুটে ওপেনার ম্যাথু হেইডেনকে। তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার পেসার ভার্নন ফিল্যান্ডার। এঁরা দু’জনই পাক বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিচ্ছেন।
আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষে বসলেন রামিজ রাজা
বোর্ডের প্রধান হয়েই রামিজ ঘোষণা করলেন হেডেন এবং ফিল্যান্ডারের নাম। যদিও হেইডেন বা ফিল্যান্ডার কারোরই কোচিংয়ের তেমন অভিজ্ঞতা নেই। গত বছর ফিল্যান্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এ বছর ও’দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে খেলেছেন। হেইডেন ২০০৯ সালে অবসর নেন। ৩৬ বছরের ফিল্যান্ডার হোম সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসর নিয়েছিলেন।
মজার ব্যাপার হল, হেডেন কিংবা ফিল্যান্ডার দু’জনের সঙ্গে রামিজ রাজা কমেন্ট্রি বক্সে বেশি সময় কাটিয়েছেন। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা শেষ সিরিজেও রাজা-ফিল্যান্ডার ম্যাচের ধারাভাষ্য দিয়েছিলেন।
Hayden, Philander appointed consultant coaches for ICC Men's T20 World Cup 2021
More: https://t.co/LAlnf35B0j pic.twitter.com/99VeXPmB7e
— PCB Media (@TheRealPCBMedia) September 13, 2021
রামিজ বলেছেন ‘আমি জানি ফিল্যান্ডারের বোলিং সম্পর্কে নানান জ্ঞান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ রেকর্ড তার।হেডেনকে দলের সঙ্গে যুক্ত করার কারণ- তার আগ্রাসী মনো্ভাব।বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে। বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন। আর নিজেও অন্যতম বিশ্বসেরা ক্রিকেটার। অজিদের ড্রেসিংরুমে কাটিয়েছেন বহুদিন, জানে মানসিক প্রস্তুতি কেমন হয়’।
রামিজের মতে এই পাকিস্তান বিশ্বকাপ জেতার মতো দল। মাত্র ১০ শতাংশ উন্নতি করতে হবে দলকে।জানা গেছে, এই দুই কোচের সঙ্গে একজন হেড কোচও থাকবেন।
ছবি: সৌ-টুইটার