দীর্ঘ ৪ বছর পর ভারতের টি টোয়েন্টি দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন| তাও আবার বিশ্বকাপের স্কোয়াডে ফেরানো হয়েছে তাঁকে| দল ঘোষণার পর যা নিয়ে রীতিমত হৈচৈ পরে গিয়েছিল ক্রিকেট মহলে| অশ্বিনকে ঘিরে নেমেছিল শুভেচ্ছা বার্তার ঢল|
আর সেই নির্বাচন নিয়েই প্রশ্ন তুলছেন কিংবদন্তী ভারতীয় ক্রিকটার সুনীল গাওস্কর| অশ্বিন ভারতীয় দলে ফিরলেও, টি টোয়েন্টি বিশ্বকাপে কি আদৌ প্রথম একাদশে জায়গা পাবেন| নাকি এটা তাঁকে নেহাতই একটা শান্তনা পুরষ্কার দিলেন ভারতীয় দলের নির্বাচকরা|
স্পোর্টস তক-এ দেওয়া গাওস্করের একটি সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ‘টি টোয়েন্টি দলে অশ্বিনের ফেরার খবর তো দেখলাম| যা দেখে ভালও লাগছে| ১৫ জনের স্কোয়াডে ফেরানো হয়েছে তাঁকে| কিন্তু প্রথম একাদশে কী অশ্বিনকে খেলানো হবে| আমারতো মনে হয় ইংল্যান্ড সিরিজে তাঁকে প্রথম একাদশে না খেলানোর বিতর্ক মেরামতির জন্যই হয়ত অশ্বিনকে এই শান্তনা পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত’|
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ভারতীয় স্কোয়াডে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন| কিন্তু একটাও ম্যাচে তাঁকে প্রথম একাদশে দেখা যায়নি| তৃতীয় টেস্টে ভারতের বিশ্রী হার দেখার পরই অশ্বিনের দলে আসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাওস্কর|
যদিও সেই কথায় তখন কর্ণপাত করেননি ভারতীয় দলের অধিনায়ক| এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়| যেখানে অশ্বিনের নাম দেখে অনেকেই চমকে উঠেছিলেন| হয়ত সেটাই স্বাভাবিক ছিল|
২০১৭ সালে শেষবার ভারতের জার্সিতে টি টোয়েন্টি খেলতে দেখা গিয়েছিল এই তারকা অফ স্পিনারকে| প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ| কিন্তু এরপর থেকে আর তাঁকে ভারতীয় টি টোয়েন্টি দলের প্রথম একাদশে কখনও দেখা যায়নি|
তাই হয়ত অশ্বিনকে টি টোয়েন্টি দলে ফেরানোর হঠাত সিদ্ধান্তটা ঠিক বুঝে উঠতে পারছেন না সুনীল গাওস্কর| যদিও তিনি এখন অপক্ষা করতে চাইছেন| শেষপর্যন্ত দেখতে চান কি হয়| অশ্বিনের ভবিষ্যত দেখার জন্য মুখিয়ে সকলেই|