বিরাটের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই বার্তা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের| ভবিষ্যতের রোডম্যাপের কথা ভেবেই বিরাটের এই সিদ্ধান্ত, জানান প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি|
বিরাট কোহলি ইংল্যান্ড থেকে ফেরার পর থেকেই জল্পনাটা শুরু হয়েছিল| শোনা গিয়েছিল চাপ সামলাতে পারছেন না তিনি| ক্রিকেটার এবং অধিনায়কত্বের মধ্যে ব্যালান্স করতে গিয়ে তাঁর পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ছে|
আর সেজন্যই নাকি টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চান কোহলি| টেস্ট ক্রিকেট তাঁর বরাবরই প্রিয়| সেইসঙ্গে বিরাটের লক্ষ্য বিশ্বের সেরা ক্রিকেটারদের পাশে নিজের জায়গা করে নেওয়া| কিন্তু তিন ফর্ম্যাটের অধিনায়কত্ব সামলাতে গিয়ে নিজের পারফরম্যামন্সটাই ঠিক রাখতে রাখতে পারছিলেন না তিনি|
তাই তো চিঠি লিখেই নিজের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন বিরাট কোহলি| ‘যেখানে তিনি জানান শেষ ৮-৯ বছর ধরে তিন ফর্ম্যাটেই খেলছি| আর ৫-৬ বছর ধরে তিন ফর্ম্যাটেই অধিনায়কত্ব সামলাচ্ছি| টেস্ট এবং একদিনের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওটার জন্য নিজেকে খানিকটা সময় দেওয়া প্রয়োজন, সেজন্যই এই সিদ্ধান্ত’|
আর সেই সিদ্ধান্তকেই পুরোপুরি সমর্থন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়| বিরাটকে ভারতীয় ক্রিকেটের অমূল্য রত্ন বলতেও দ্বিধা নেই তাঁর| সৌরভ জানান, ‘বিরাট কোহলি ভারতীয় দলের এক অমূল্য সম্পদ| তিন ফর্ম্যাটের ক্রিকেটে বিরাট অন্যতম সফল অধিনায়ক| কিন্তু ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করতেই আজ ওঁর এই সিদ্ধান্ত| বিশ্বকাপ এবং তার পরেও বিরাটের এই পারফরম্যান্স দেখে যেতে চাই’|
বিরাট অধিনায়কত্ব ছাড়লেও, নতুন অধিনায়ক হিসাবে কে দায়িত্ব নেবেন ভারতীয় টি টোয়েন্টি দলের, তা অবশ্য এখনও ঠিক হয়নি| যদিও রোহিত শর্মার নামই ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে|