সোশ্যাল সাইটে মহম্মদ সামিকে বিদ্রুপ| অন্যদিকে আবার টিম ইন্ডিয়ার ব্ল্যাক লাইভস ম্যাটারের প্রতি সম্মান প্রদর্শন| কিন্তু মহম্মদ সামির জন্য এখনও পর্যন্ত একটিও কথা শোনা যায়নি কারোর মুখ থেকে| এতেই দ্বিধাবিভক্ত নেটিজেনরা| উত্তাল সোশ্যাল মিডিয়া|
টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার| বিশ্বকাপের মঞ্চে এটাই যেমন প্রথমবার| তেমনই বিশ্বকাপে এই প্রথমবারই ১০ উইকেটের ব্যবধানে হারল ভারত| যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা| কিন্তু সকলকে ছেড়ে তাদের নিশানায় এখন মহম্মদ সামি| তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল জুড়ে চলছে কটাক্ষ, বিদ্রুপ এবং নানান কটুক্তি|
বহু ঘন্টা পেরিয়ে গেলেও, এখনও পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটারই এগিয়ে আসেননি এই ঘটনার প্রতিবাদ জানাতে| আর তাতেই হতবাক এবং ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ| রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগে হাঁটু মুড়ে বসে ব্ল্যাক লাইভস ম্যাটারের প্রতি সম্মান জানিয়ে বর্ণবিদ্বেষকে ধিক্কার জানিয়েছিলেন বিরাট, রোহিতরা|
আজ সেই বিরাটেরই সতীর্থ নানান কটুক্তি, বিদ্রুপের শিকার| এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটাররা চুপ কেন| প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন সকলেই| রীতিমত ক্ষুব্ধ আম জনতা|
Sample Comments on Mohammad Shami’s Insta Page. Team India today took a knee for BLM. Can they stand up for their Team Mate? pic.twitter.com/6Ql2HQbiGJ
— Joy (@Joydas) October 24, 2021
https://twitter.com/vaikivannavan/status/1452329026027151362
Is the Indian cricket team going to take a gratuitous knee for Black Lives Matter, entirely disconnected from the Indian reality, but stay silent on the bigoted online attacks against Mohd Shami? We expect better @imVkohli .
— barkha dutt (@BDUTT) October 25, 2021
জর্জ ফ্লয়েডের সঙ্গে ঘটা সেই জঘন্য অপরাধের জন্য প্রতিবাদে সরব হয়েছিল গোটা বিশ্ব| প্রতিটা ইউরোপিয়ান ফুটবল ক্লাব সামিল হয়েছিল সেই প্রতিবাদে| শুধু তাই নয় এরপর থেকে যতবার মাঠে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ধেয়ে এসেছে ফুটবলারদের প্রতি, ততবারই প্রতিবাদ জানাতে পিছপা হয়নি ইউরোপের সেরা ক্লাবগুলো| সতীর্থরাও এগিয়ে এসেছেন| কয়েকদিন আগে ইংল্যান্ডের ম্যাচেও স্টার্লিংয়ের সঙ্গে ঘটেছিল এমন ঘটনা| সাউথগেট থেকে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট প্রতিবাদ জানিয়েছিল|
তবে ভারতীয় ক্রিকেটাররা নন কেন| প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক| ব্ল্যাক লাইভস ম্যাটেরের প্রতি সম্মান দেখালেও, নিজের সতীর্থের প্রতি কী তবে ভারতীয় ক্রিকেটাররা উদাসীন| ইতিমধ্যেই বিরাট কোহলির প্রতিবাদ জানানোর দাবীতে সোচ্চ্বার হয়েছেন নেটিজেনরা| এখন শুধু দেখার, ভারতীয় দল থেকে কোনও প্রতিবাদ আসে কিনা|