আর বাকি এক স্ট্রাইকার৷ শুক্রবারই পঞ্চম বিদেশি সই করাল এসসি ইস্টবেঙ্গল৷ নিজের ছাত্রকেই লাল-হলুদের মিড ফিল্ডার হিসাবে বেছে নিলেন মানোলো দিয়াজ৷ এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে এলেন ডাচ ডিফেন্সিভ মিড ফিল্ডার ২৩ বর্ষীয় ড্যারেন সিডোয়েল৷
আইএসএলের আগে দল গোছানো প্রায় সম্পূর্ণ লাল-হলুদ ব্রিগেডের৷ দুজন ডিফেন্ডার আগেই পাকা হয়ে গিয়েছে৷ এবার দুজন বিদেশি মিড ফিল্ডারের জায়গাও পূরণ হয়ে গেল লাল-হলুদ শিবিরে৷ লা লিগা দ্বিতীয় ডিভিশনে খেলা ড্যানিয়েলকে দিয়ে৷
আয়াক্সের যুব দল দিয়ে ফুটবলের মঞ্চে যাত্রা শুরু করেছিলেন তিনি৷ আয়াক্সের দ্বিতীয় ডিভিশনের দলেও খেলেছেন তিনি৷ এরপরই স্পেনে পাড়ি দেন তিনি৷ সেখানেই দিয়াজের তত্ত্বাবধানে খেলেছেন তিনি৷ শুধু মাঝমাঠে নয়, তিনি খেলতে পারেন একাধিক পজিশনে৷
??????? ???
We ???'? ???? to see you in a ?? shirt as well, Darren.
?? ?#JoyEastBengal #DarrenIsOnHisWay #WeAreSCEB #HeroISL pic.twitter.com/8MadZbt588
— East Bengal FC (@eastbengal_fc) September 17, 2021
সেন্ট্রাল মিডফিল্ড সহ ডিফেন্সিভ পজিশনেও খেলতে পারেন ড্যানিয়েল৷ সেটাই স্বস্তি যোগাচ্ছে লাল-হলুদ শিবিরকে৷ তাঁকে আনতে পেরে খুশি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচও৷
তিনি জানিয়েছেন, ‘আইএসএলের প্ল্যানিংয়ে তাঁকে ড্যারেনকে পেয়ে আমি খুশি৷ ওঁকে বিভিন্ন পজেশনে খেলানো যায়৷ সেটাই কাজে লাগাতে চাই’৷
পাঁচজন বিদেশি চলে এসেছে ইস্টবেঙ্গলে৷ এখন শুধু একজন স্ট্রাইকারের খোঁজ করছে লাল-হলুদ শিবির৷ আইএসএলে এখন তাদের প্রস্তুতি শুরুর অপেক্ষা৷