গোয়া: আইএসএলে নামতে এখনও একমাস বাকি রয়েছে ইস্টবেঙ্গলের৷ তার আগে ফুচটবলারদের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না লাল-হলুদের নতুন স্প্যানিশ কোচ৷ তাই তো দেড় সপ্তাহ প্রস্তুতির পরই গোটা দলকে ম্যাচ প্র্যাক্টিসে নেমে পড়েছিলেন মানোলো দিয়াজ৷
তবে এই ম্যাচ প্র্যাক্টিস নিজেদের মধ্যে নয়৷ ভাস্কো এবং একসময়ের আইলিগ জয়ী দল সালগাওকরের বিরুদ্ধে ছিল লাল-হলুদ ব্রিগেডের৷ পরপর দু ম্যাচেই জয় এসসি ইস্টবেঙ্গলের৷
একসময় খেললেও, এখন আর আইলিগে দেখা যায়না সালগাওকরকে৷ শনিবার গোয়ার ডন বস্কো গ্রাউন্ডে তাদের বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল৷ ২-০ গোলে জিতল মানোলো দিয়াজের দল৷ এদিনও গোল পেলেন এক ভারতীয় সৌরভ দাস৷ প্রথম বিদেশি হিসাবে গোল পেলেন স্লোভেনিয়ান তারকা দেরভিসেভিচ৷
আপাতত দু ম্যাচ খেলল ইস্টবেঙ্গল৷ দলের ভারতীয়দের পারফরম্যান্সে আপাতত খুশি কোচ মানোলো দিয়াজ৷ যদিও এখনই অবশ্য কোনও কিছু নিয়ে বেশি কথা বলতে চাননা তিনি৷ এই ম্যাচ চলাকালীনই কোন কোন জোয়গায় আরও বেশি কাজ করতে হবে তাও দেখে নিয়েছেন৷ কয়েকদিনের মধ্যেই ফুটবলারদের নিয়ে বসবেন হয়ত তিনি৷
গত ১১ অক্টোবর লাল-হলুদ শিবিরে যোগ দিয়েছিলেন চিমা৷ তাঁকে দুটো প্রস্তুতি ম্যাচের একটিতেও অবশ্য খেলাননি দিয়াজ৷ আপাতত আলাদা ভাবেই প্রস্তুতি সারছেন লাল-হলুদের এই তারকা ফুটবলার৷ তেমনই খেলেননি ড্যানিয়েল এবং আদিল খানও৷
প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট৷ নভেম্বরের শুরুতেই আইএসএলের দুই শক্তিশালি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন লাল-হলুদ কোচ৷ ইতিমধ্যে কথা বার্তাও চলছে বেশ কিছু দলের সঙ্গে৷ শোনাযাচ্ছে গোয়া, হায়দরাবাদের পাশাপাশি বেঙ্গালুরুর সঙ্গেও কথা চালাচ্ছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট৷