আবু ধাবি: টেস্ট মোড অফ| এবার লক্ষ্য আইপিএল| শনিবারই আবুধাবি পৌঁছলেন রোহিত শর্মা সহ জসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব| মুম্বই ইন্ডিয়ান্সের চার্টার্ড ফ্লাইটে ম্যাঞ্চেস্টার থেকে আবু ধাবিতে মুম্বইয়ের শিবিরে পৌঁছলেন তারা| আপাতত ৬ দিনের কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে সকলকে|
দীর্ঘ নাটক, বৈঠকের পর শুক্রবার ভারত বনাম ইংল্যান্ডের শেষ টেস্ট বাতিল হয়ে গিয়েছে| ভারতীয় শিবিরে করোনার হানার জন্যই শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এসেছে দুই বোর্ড| এরপরই আর সময় নষ্ট করতে চায়নি আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যা়্ঞ্চািজি|
শুক্রবারই তাদের অধিনায়ককে নিয়ে আসার তোরজোর শুরু করে দেন তারা| টিকিট কাটার সময় টুকুও আর অপেক্ষা করতে রাজি ছিল না মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট| শুক্রবারই চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয় তাদের তরফে| শনিবার আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স টিম শিবিরে পৌঁছে গেলেন দ্য হিটম্যান|
? #MumbaiIndians flew in three of its Indian contingent members, captain Rohit Sharma, Jasprit Bumrah, and Suryakumar Yadav, to Abu Dhabi on a private charter flight.
? Read the official statement here ⬇️#OneFamily #IPL2021https://t.co/bC5is84F4S
— Mumbai Indians (@mipaltan) September 11, 2021
তবে এখনই মাঠে নামতে পারবেন না তারা| ইংল্যান্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে, আইপিএলের প্রতিটি ফ্র্যা়্চাইজিকে কঠোর কোয়ারেন্টাইন মানার নির্দেশ দিয়েছে বোর্ড| বিশেষ করে ভারতীয় শিবির থেকে আসা ক্রিকেটারদের তো তা মানতেই হবে|
ভারতীয় দল থেকে যে সমস্ত ক্রিকেটাররা যোগ দেবেন, তাদের অন্তত ছদিন কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে| এরপরই দলের বাকি সদস্যদের সঙ্গে বায়ো বাবলে যোগ দিতে পারবেন রোহিত, বুমরা থেকে কোহলিরা|
আবু ধাবিতে পা রাখার পরই আরটি পিসিআর টেস্ট হয় রোহিত, বুমরাদের| ইংল্যান্ডের পর এখানেও ফল নেগেটিভই এসেছে| তবুও ছদিনের কঠোর কোয়ারেন্টাইন মানতেই হবে তাদের| সেইসঙ্গে চলবে করোনা পরীক্ষাও| আপাতত ছদিনের অপেক্ষা| এরপরই আইপিএলের মহড়ায় নামবে দ্য হিটম্যান|
অন্যদিকে ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা শনিবার পৌঁছবেন আবু ধাবিতে|