গোহারান হার রুখতে খেলতে নেমে মিললো চেনা বাবর আজম। ইংল্যান্ডের কাছে তাঁর দল পাকিস্তান সিরিজ হারল। কিন্তু তৃতীয় ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল পাকিস্তানের অধিনায়ক। মঙ্গলবার (১৩ জুলাই) বার্মিংহামে আরেকটি সেঞ্চুরি হাঁকিয়ে এক ইনিংসে বেশ কয়েকটি রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নায়ক হলেন বাবর।
বাবরের ১৩৯ বলে গড়া ১৫৮ রানের ইনিংসে ভর করে শুরুতে ব্যাট করা পাকিস্তান করেছিল ৩৩১ রান। বাবর একাই ১৪টি চার ও ৪টি ছক্কা মেরে এই ইনিংসটি সাজান। সিরিজের শেষ ওয়ানডেতে এই সেঞ্চুরিটি বাবরের ওয়ান ডে ম্যাচের ক্যারিয়ারের ১৪তম। এটাই আপাতত তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস। ইতিহাসের দ্রুততম ক্রিকেটার হয়ে ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে ১৪টি সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি।
বাবর কীর্তি গড়েছেন অধিনায়ক হিসেবেও। পাকিস্তানের অধিনায়ক হয়ে একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে রাখলেন তিনিই। বাবরের আগে আর কোনও পাকিস্তানি অধিনায়ক দেড়শ রানের ইনিংস সাজাতে পারেননি। এছাড়া পাকিস্তানের প্রথম অধিনায়ক তিনি, যিনি ইংল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়ে নিলেন স্বয়ং বাবর।
আরও পড়ুন- যশপাল নেই, বিহ্বল ক্রিকেট মহল
বাবরের আরেকটি রেকর্ডে জুড়ে আছে এই ভেন্যুর সঙ্গে। বার্মিংহামে নিজের সর্বশেষ দুই ইনিংস বাবর ছিলেন অপরাজিত। মঙ্গলবারের ইনিংস মিলিয়ে ৩ ম্যাচে ২৯০ রান করার পর আউট হন পাকিস্তানের এই সুপারস্টার। ব্রাইডেন কার্সের বলে ডেভিড মালানের হাতে তালুবন্দী হয়ে ফেরেন। তখন পাক ইনিংস শেষ হতে মাত্র ৪ বল বাকি ছিল।
সিরিজটি ইংল্যান্ড ৩-০ ম্যাচেই জিতে নিয়েছে। তিন উইকেটে জিতল। প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে সেঞ্চুরি করেন জেমস ভিন্স। ৯৫ বলে করেন ১০২ রান। এই ইংল্যান্ড দল প্রথম সারির দল খেলতেই পারেনি। অধিকাংশ ক্রিকেটার শ্রীলঙ্কা সিরিজের পর করোনা আক্রান্ত হয়ে আইলোসেশনে চলে গেছে।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল কার্সেই। ডানহাতি এই পেসার ১০ ওভারে ৬১ রান দিয়ে নিয়েছেন ৫টি উইকেট। পাকিস্তান বোলারদের মধ্যে ৩ উইকেট নেন সাকিব মামুদ।
ছবি:সৌ-ট্যুইটার।