লন্ডন কোভিড মুক্ত|দেশে ফিরতে দরকার ফিট টু ফ্লাই সার্টিফিকেট| লন্ডনে তারই অপেক্ষায় রবি শাস্ত্রী সহ ভরত অরুণ, আর শ্রীধররা| আইসোলেশন থেকে বেরোলেও, এখনই দেশে ফেরা হচ্ছে না বিরাট কোহলিদের হেডস্যারের|
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টস্ট চলাকালীনই তৃতীয় দিন করোনায় আক্রান্ত হন রবি শাস্ত্রী| ম্যাচের মাঝপথেই আসোলেশনে যেতে হয় শাস্ত্রীকে| আর তাঁর সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে চলে যে হয় ভরত অরুণ এবং আরক শ্রীধরকে|
সেই ম্যাচ ভারত জিতলেও, পঞ্চম টেস্টে আর বল গড়ায়নি পিচে| এই করোনার সংক্রমণের জেরেই ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করে দিতে বাধ্য হয় দুই বোর্ড| ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা আইপিএল খেলার জন্য ফিরে গেলেও, এখনও ইংল্যান্ডেই আটকে রয়েছেন শাস্ত্রী সহ বাকি সদস্যরা|
আর দেশে ফেরার জন্য তাদের প্রয়োজন এখন ফুট টু ফ্লাই সার্টিফিকট| ইউকে সরকারের নিয়ম অনুযায়ী আরটিপিসিআর টেস্টে নেগেটিভ এলেও বিমান যাত্রার জন্য দরকার ফিট টু ফ্লাই সার্টিফিকেট|
সেখানকার নিয়ম অনুযায়ী ফিট টু ফ্লাই সার্টিফিকেট পতে সিটি স্ক্যান স্কোর হতে হবে অন্তত ৩৮| সেইসঙ্গে ফুসফুস কতটা আক্রান্ত হয়েছে সেটাও দেখা হয়| এরপরই তাদের বিমান যাত্রার ছাড়পত্র মেলে|
১০ দিনের আইসোলেশন পূর্ণ করে রবি শাস্ত্রীরা এখন সুস্থ| শুধু তাদের পরীক্ষার ফল আসা বাকি| এরপরই হাতে আসবে সার্টিফিকেট| আগামী ২ দিনের মধ্যে ছাড়পত্র মিলবে বলে আশাবাদী বোর্ডও|