ভারতের পর এবার পাকিস্তানের ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানে বসলেন এক প্রাক্তন জাতীয় ক্রিকেটার। প্রাক্তন ক্রিকেটার ও টিভি ধারাভাষ্যকার রমিজ রাজা আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অভিজ্ঞ এহসান মানির পর পিসিবির দায়িত্ব নিয়েছেন তিনি। গত মাসে মানি তাঁর তিন বছরের কার্যকালের মেয়াদ শেষ করেন। এরপরও তাঁকে স্বল্পকালের মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলেও তিনি রাজি হননি।
আরও পড়ুন: T20 World Cup: শুরুতেই পাকিস্তানের মুখোমুখি ভারত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রমিজ। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পিসিবি।আগামী তিন বছর রামিজ দায়িত্বে থাকবেন। ইমরান খানের অধিনায়কত্বে ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রামিজ।রমিজ হলেন-পিসিবির ৩৬তম চেয়ারম্যান। অবসরপ্রাপ্ত বিচারক শেখ আজমত সঈদ এই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন। এই বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয় লাহোরের ন্যাশানাল হাই পারফরম্যান্স সেন্টারে। গত মাসে পাক প্রধানমন্ত্রী ইমরান খান,পিসিবি’র(PCB)পেট্রন হয়ে গভর্নিং বডিতে রামিজকে এনেছিলেন।
Mr Ramiz Raja has been elected unanimously and unopposed as Pakistan Cricket Board’s 36th Chairman for a three-year term in a Special Meeting presided over by PCB Election Commissioner, Mr Justice (retd) Sheikh Azmat Saeed.
More details: https://t.co/IIQDsUS2U9 pic.twitter.com/MMFAc8thnk
— PCB Media (@TheRealPCBMedia) September 13, 2021
নির্বাচিত হয়ে রমিজ বলেন,’আমার প্রথম লক্ষ্য পাকিস্তানের পুরুষদের দলকে আরও শক্তিশালী করে তোলা। একটা সময় পাক দলকে সমীহ করতো সব দল। সেই লড়াকু-কঠোর মানসিকতা ফিরিয়ে আ্নতে হবে। আ্মাদের ক্রিকেটারদের সবরকমের সাপোর্ট দিতে হবে যাতে তারা মাঠে নেমে দেশের জন্য সেরাটা দিতে পারে’।
রামিজ রাজার আরেক ভাই ওয়াসিম রাজাও জাতীয় দলের হয়ে খেলেছেন। ৫৯ বছরের রামিজ হলেন চতুর্থ প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানে বসলেন। এর আগে আব্দুল হাফিজ কারদার, জাভেদ বুকরি, ইজাজ বাট এই পদে বসেছিলেন।
পাকিস্তানের হয়ে রামিজ রাজা ৫৭টি টেস্টে ২৮৩৩ রান করেন। ১৯৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫৮৪১ রান করেছেন। ১৯৯৭ সালে অবসর নেন। এরপর একবার তিনি পিসিবি’র সিইও পদেও ছিলেন। কিন্তু তিনি অবসরের পর ধারা্ভাষ্যকার হয়ে এতোটাই সফল যে , তাঁকে ডাকাই হয়: ভয়েস অব পাকিস্তান বলে।
রামিজ রাজা তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য পাক বোর্ড সদস্যদের সকলকে ধন্যবাদ জানান। সকলকে বলেন,’পিসিবির চেয়ারম্যান হিসেবে আপনাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি’।
ছবি: সৌ-ট্যুইটার।