তিনে তিন পাকিস্তানের| রশিদ খানরা চেষ্টা চালালেও বাবর আজম, ফাখর জামনদের দাপটে জয় এল পাকিস্তানেরই| আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে কার্যত নিজেদের জায়গা পাকা করে ফেলল পাকিস্তান|
আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার মাত্রাটা খানিকটা অন্যরকমই ছিল| নতুন আফগান সরকার এবং পাকিস্তানের রাজনৈতিক সমীকরণই যার প্রধান কারণ| পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটের ময়দানেই হয়ত প্রতিবাদ করতে চেয়েছিলেন রশিদ খান, নবিরা| কিন্তু শেষপর্যন্ত হার মানতেই হল তাদের|
টস জিতে আগের ম্যাচের মতো এদিনও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান অধিনায়ক| কিন্তু শুরুতেই পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান| ৭৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে তখনই কার্যত ম্যাচ বেরিয়ে যায় আফগানিস্তানের হাত থেকে| শেষের দিকে নবি এবং গুলবাদিন রান না করলে, আফগানরা হয়ত ১০০ রানও টপকাতে পারত না এদিন| নবি করেন ৩৫ এবং গুলবাদিনেরও রান ৩৫| আফগানিস্তান থামে ১৪৭ রানে|
ব্যাট হাতে পাকিস্তানেরও যে শুরুটা খুব একটা ভাল হয়েছিল তেমনটা নয়| কিন্তু অধিনায়কের চওড়া ব্যাটই এদিন পাকিস্তানের জয়ের সমস্ত বাধা কাটিয়ে দেন| ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন বাবর আজম| সঙ্গে ফাখর জামনের ৩০ রানের ইনিংস|
আর শেষের দিকে শোয়েব মালিক ও আসিফ আলিই সবটা সামাল দিয়ে দেন| পাঁচ উইকেট খুইয়ে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান|