কলকাতা টিভি ওয়েবডেস্ক: ইতিহাসে নামিবিয়া| আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার মতো দলদের অভিষেকেই হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল আফ্রিকার নামিবিয়া| মাত্র ২৫টি ম্যাচ খেলেই বিশ্বকাপের মূলপর্বে ভারতের গ্রুপে নিজেদের জায়গা করে নিল তারা|
এবারের বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক চমক| প্রথম চমকটা দিয়ছিল স্কটল্যান্ড| এবার সেই তালিকায় নামিবিয়া| শ্রীলঙ্কার সঙ্গ দ্বিতীয় দল হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে তারা|
২০১৯ সালে টি টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয় নামিবিয়ার| প্রথম থেকেই পারফরম্যান্স চমক দেখাতে থাকে তারা| প্রথম চমকটা ছিল বিশ্বকাপের মঞ্চে যোগ্যতা অর্জন করা| আসল লড়াইটা ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বে|
সেখানে শুরুতেই শ্রীলঙ্কাকে হারিয়ে সকলকে অবাক করে দিয়েছিল তারা| এরপরই নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভের রাস্তাটা প্রায় পাকা করে ফেলেছিল তারা| লক্ষ্যটা ছিল তিনে তিন করা|
শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল নামিবিয়া| সেই ম্যাচেও দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন নামিবিয়ান বোলাররা| ধারেভারে এগিয়ে থাকা আয়ারল্যান্ডকে মাত্র ১২৫ রানের মধ্যে আটকে দেয় নামিবিয়া|
যে রান তুলতে নামিবিয়ার সময় লাগে ১৮.৩ ওভার| ৮ উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে আন্ডারডগ নামিবিয়া এখন টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে|