দুবাই: রোহিত শর্মারা পৌঁছে গিয়েছেন শনিবারই| রবিবার দুবাই পৌঁছলেন তাঁদের পরামর্শদাতা সচিন তেন্ডুলকর| আপাতত কোয়ারেন্টাইনে থেকে, আগামী শনিবার থেকে কাজে নমে পড়বেন তিনিও|
মুম্বই ইন্ডিয়ান্স থেকে অবসর নেওয়ার পরই পল্টনদের মেন্টরের দায়িত্ব তাঁর কাঁধে| গতবারের পর এবারও সংযুক্ত আরব আমির শাহির মাঠে আইপিএল| মুম্বই ক্রিকেটারদের পরামর্শ দিয়ে ফের একবার চ্যাম্পিয়ন করার লক্ষ্যে মাস্টার ব্লাস্টার|
The 𝗜𝗖𝗢𝗡. The 𝗟𝗘𝗚𝗘𝗡𝗗. The ___ Aala Re! 🤩💙#OneFamily #MumbaiIndians #IPL2021 @sachin_rt pic.twitter.com/5ouM9c9U5U
— Mumbai Indians (@mipaltan) September 12, 2021
শনিবার দলের অধিনায়ক পৌঁছে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে| আপাতত ৬ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন রোহিত শর্মা থকে জসপ্রীত বুমরারা| যদিও দলের বাকি ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করে দিয়েছেন|
Our boys never stop ballin' 🤙😎#OneFamily #MumbaiIndians #IPL2021 pic.twitter.com/MjTLUi69hn
— Mumbai Indians (@mipaltan) September 12, 2021
মুম্বইয়ের নেটে নেমে পড়েছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরও| এবারই যাকে নিলামে ২০ লক্ষ টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স| রবিবার সচিন দুবাইয়ে পৌঁছনোর পরই যেন আরও স্বস্তি গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের অন্দরমহলে।