কলকাতা: ৪০ বছর ফের কলকাতা লিগ জয়ের হাতছানি মহমেডানের সামনে| আগামী ১৮ সেপ্টেম্বর রেলওয়ে এফসির বিরুদ্ধে নামবে মহমেডান স্পোর্টিং| শেষবার ১৯৮১ সালে কলকাতা লিগ জিতছিল ময়দানের সাদা-কালো ব্রিগেড| এবার ফের লিগ জয়ের সামনে দাঁড়িয়ে তারা|
একইসঙ্গে রেলওয়ে এফসির সামনেও রয়েছে ইতিহাস গড়ার হাতছানি| মহমেডান স্পোর্টিংকে হারিয়ে তারা যদি চ্যাম্পিয়ন হতে পারে, তবে ২০১৯ সালের পর তিন প্রধানের বাইরে ফের কোনও দল লিগ জয়ের রেকর্ড গড়বে|
যদিও পরিসংখ্যান এবং শক্তির বিচারে অবশ্য মহমেডানই খানিকটা এগিয়ে রয়েছে| এবছরই ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেছিল মহমেডান| লড়াই করেছিল, কিন্তু শেষপর্যন্ত ফাইনালে হারতেই হয়েছিল ব্ল্যাক প্যান্থার্সদের|
মঙ্গলবার সেমিফাইনালে ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিলেন মার্কাস, ফ্যায়জাল এবং শেখ ফৈয়াজরা| ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে মার্কাসের গোলে জয় নিশ্চিত করেছিল মহমেডান| ১-০ গোলে ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে তারা|
এই মরসুমে দ্বিতীয়বার কোনও প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে মহমেডান স্পোর্টিং| ডুরান্ডে না পারলেও, ঘরোয়া লিগ জিততে মরিয়া মহমেডান| এবারের কলকাতা লিগের নক আউট পর্বে দুরন্ত ছন্দে রয়েছে সাদা-কালো ব্রিগড| ফাইনালে পৌঁছনোর পর ফুটবলাররাও যথেষ্ট উচ্ছ্বসিত| একইসঙ্গে আত্মবিশ্বাসীও তারা|
দুর্গা পুজোর পরই কলকাতা লিগ খেতাব জয়ের লড়াইয়ে নামবে মহমেডান| নতুন চ্যাম্পিয়ন নাকি ৪০ বছরের শাপমোচন, সেটাই দেখার অপেক্ষা|