ম্যাঞ্চেস্টার: চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই ৬ গোল| শুরুটা দুরন্ত করলেও, পেপ গুয়ার্দিওলার শিবিরে তবুও অস্বস্তি কাটছে না| এত্তিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি| আরবি লেপজিগকে ৬-৩ গোলে উড়িয়ে দিল ম্যান সিটি|
জয়র উচ্ছ্বাসের মাঝেও পুরোপুরি স্বস্তি কি পাচ্ছেন ম্যান সিটি কোচ| হয়ত না| তাঁর দল ৬ গোল দিয়ছে ঠিকই| কিন্তু তিন গোল হজম ও করেছে| অনামী এনকুনকুর হ্যাটট্রিক| তাবড় তাবড় ডিফেন্ডার দলে থাকলেও, আটকাতে কিন্তু পারেননি|
তাই জয়ের মাঝেই রক্ষণ নিয়ে চিন্তা শুরু পেপের| কারণ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই তো তাঁর দলকে খেলতে হবে পিএসজির বিরুদ্ধে| আর সেই দলে রয়েছেন মেসি, নেমার এবং এমবাপ্পে| ঘরের মাঠে জয়ের সঙ্গে খানিকটা উতকন্ঠা নিয়েই মাঠ ছাড়তে হল সিটি বসকে|
There's just too many to choose from! ?
? 6-3 ⚫️ #ManCity | https://t.co/axa0klD5re pic.twitter.com/Xj0v2goV6H
— Manchester City (@ManCity) September 15, 2021
এদিন ম্যাচের ১৬ মিনিটের মধ্যে প্রথম গোল ম্যান সিটি রক্ষণের ন্যাথান একেইর| ২৮ মিনিটে লিপজিগের আত্মঘাতী গোলে ম্যান সিটি ফের এগিয়ে যায়| কিন্তু লড়াইটা অতটাও সহজ ছিল না| লেপজিগের তরুণ এনকুনকুর একার চেষ্টাতেই লেপজিগকে লড়াইয়ে ফেরান| ৪২ মিনিটে ব্যবধান কমান তিনি|
যদিও প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যান সিটির তিন নম্বর গোলটি করে দেন রিয়াদ মাহেরিজ| বিরতির পর ম্যান সিটি আরও তিন গোল দেয়| জয় কার্যত তাদেরই পাকা ছিল| কিন্তু হ্যাটট্রিক করে সকলের নজর কাড়লে লেপজিগের এনকুনকু|
এত্তিহাডে প্রথম ম্যাচ জিতে পয়েন্টের বিচারে অবশ্য অনেকটাই এগিয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি| কিন্তু এরপর রয়েছে অ্যাওয়ে ম্যাচ| তাই তো উচ্ছ্বাসে গা ভাসাতে দিতে নারাজ গতবারের চ্যাম্পিয়ন্স লিগের রানার্স দল|