মোনজা: বড়সর দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিলটন| ইতালিয়ান গ্রাঁ পি রেস সাার্কিটে অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি| প্রতিযোগিতার মাঝে তাতেই উদ্বেগ|হাল্কা চোট লাগলেও, আপাতত সুস্থ রয়েছেন হ্যামিলটন|
মাইকেন শ্যুমাখারের পরবর্তী যুগে কার রেসিং সার্কিটের অঘোষিত সম্রাট এখন লুইস হ্যামিলটন| ফর্মুলা ওয়ানে তাঁর জায়গা এখন সবার ওপরে| একের পর প্রতিযোগিতা জিতে শ্যুমাখারের রেকর্ড ভাঙার পথে তিনি|
সেই লুইস হ্যামিলটনই নেমেছিলেন ইতালিয়ান গ্রাঁ পিতে| প্রতিযোগিতার শুরু থেকেই নেদারল্যান্ডসের ভার্সতাপ্পেনের সঙ্গে ছিল হাড্ডহাড্ডি লড়াই চলছিল তাঁর| ৫৩ ল্যাপের লড়াইয়ের ২৩ নম্বর ল্যাপের সময়ই ঘটে সেই দূর্ঘটনা|
হ্যামিলটনের গাড়িকে টপকে যাওয়ার সময়ই নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন ভার্সতাপ্পেন| হ্যামিলটনের গাড়়ির ওপরে উঠে যায় তাঁর গাড়ি| হ্যামিলটনের গাড়ির প্রোটক্টিভ হ্যালো ডিভাইস থাকার ফলেই বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পান তারকা ব্রিটিশ ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন|