টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার ঈশান কিশানকেই পছন্দ বিরাট কোহলির| সবকিছু ঠিকঠাক চললে পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে ঈশানকে দেখলে হয়ত অবাক হওয়ার কিছুই থাকবে না| আইপিএলে ঈশানের পারফরম্যান্সে মুগ্ধ ভারত অধিনায়ক|
এবারের আইপিএলে মুম্বইয়ের ওপেনার হিসাবে ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন ঈশান কিশান| বিশেষ করে আইপিএলের শেষ দুই ম্যাচে ঈশানের পারফরম্যান্স নজর কেড়েছ সকলের| সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তো ঈশানের বিধ্বংসী ইনিংস এখনও টাটকা সকলের মনে|
আইপিএলের প্লে অফের ছাড়পত্র মুম্বই ইন্ডিয়ান্স পায়নি| সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানে জিততে হত তাদের| সেই অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যেই ঝোরো ইনিংস খেলেছিলেন ঈশান কিশান| ৩২ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি| ১৬ বলে করছিলেন অর্ধতরান|
তারই আগের ম্যাচে ২৩ এই বর্ষীয় এই তারকার ব্যাট থেকই এসেছিল ২৫ বলে ৫০ রানের ইনিংস| আর বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্সেই মুগ্ধ বিরাট কোহলি| বিরাটের সঙ্গে তাঁর কথোপকথনের সময়ই উঠে আসে ভারতীয় দলে কোন পজিশনে খেলবেন তিনি|
হায়দরাবাদ ম্যাচ শেষে সেই কথাই ফাঁস করেছেন ঈশান| বরাবরই ওপেনিংয়ে ব্যাট করতে ভালবাসেন ঈশান কিশান| বিরাট কোহলিও নাকি তাঁর সেই কথায় সম্মতি জানিয়েছেন| ঈশান বলেন, ‘আমি ওপেনিং পজিশনে ব্যাটিং করত ভালবাসি| বিরাট ভাইও সেই কথাই বলেছেন| তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে যে জায়গাতেই খেলানো হোক না কেন, নিজেকে প্রস্তুত রাখতে হবে’|
রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুলকেই এখন টি টোয়েন্টিতে ওপন করতে দেখা যায়| রোহিতের জায়গা পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই| ভারতীয় দলের চার নম্বর পজিশনে ব্যটিং নিয়ে এখনও খানিকটা সমস্যা রয়েছে| ওপেনিংয়ের পাশাপাশি লোকেশ অবশ্য সেখানেও বেশ সফল|
তাই রোহিতের সঙ্গে ঈশানকে ওপেন করিয়ে, লোকেশ রাহুলকে চার নম্বরে খেলিয়ে মিডল অর্ডার শক্তিশালী করার কথাই হয়ত ভাবছেন ভারত অধিনায়ক সহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট|