দুবাই: টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের ওপেনিং পজিশনের প্রথম পরীক্ষায় লোকেশ রাহুলের থেকে এগিয়ে গেলেন ঈশান কিশান| ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে বড় জয় টিম ইন্ডিয়ার| ৭ উইকেটে জিতলেন বিরাট কোহলিরা|
বিশ্বকাপের চূড়ান্ত একাদশটা এই দুই প্রস্তুতি ম্যাচ থেকেই দেখে নিতে চান বিরাট কোহলিরা| যেখানে প্রধান নজর ছিল দলের ওপেনিং জুটির দিকে| রোহিত শর্মার সঙ্গে ঈশান নাকি লোকেশ রাহুলকে খেলানো হবে, সেটাই দেখে নিতে চাইছেল টিম ম্যানেজমেন্ট|
টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি| বোলিং কম্বিনেশনের দিকেও নজর রয়েছে তাদের| বহুদিন পর টি টোয়েন্টি ফিরেছেন অশ্বিন| প্রথম প্রস্তুতি ম্যাচে উইকেট নেই ঠিকই, কিন্তু ৪ ওভারে তিনি রান দিলেন মাত্র ২৩|
নজর কাড়লেন সামি| তিনি একাই নিয়েছেন ৩ উইকেট| একটি উইকেট জসপ্রীত বুমরা| পেস অ্যাটাক এদিন স্বস্তি দিলেও, স্পিন জুটি নিয়ে কিন্তু এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছেনা ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট|
Impressive batting performance ?
Fine bowling display ?#TeamIndia beat England & win their first warm-up game. ? ?#INDvENG #T20WorldCup?: Getty Images pic.twitter.com/jIBgYFqOjz
— BCCI (@BCCI) October 18, 2021
বরুণ চক্রবর্তীকে অবশ্য এদিন বোলিংয়ে দেখা যায়নি| ৫ উইকেট খুইয়ে এদিন ইংল্যান্ড করে ১৮৮ রান|
ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে এদিন শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিল ভারতীয় দলের ওপেনিং জুটি| লোকেষ রাহুল এবং ঈশান কিশানই বিরাটদের জয়ের রাস্তাটা এদিন মজবুত করে দিয়েছিল| ৪৬ বলে ৭০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন ঈশান কিশান| এরপর অবশ্য রিটায়ার্ড হার্ট দিয়ে মাঠ ছাড়েন তিনি| ২৪ বলে লোকেশ রাহুলের ঝোরো ৫০ রান|
বিরাট কোহলি অবশ্য এদিনও বড় রান পাননি| তিনি ফেরেন ১১ রানে| শেষের দিকে ঋষভ পন্থ করেন ১৪ বলে ২৯ রান| মাত্র ৩ উইকেট খুইয়েই ম্যাচ জিতে নেয় ভারত|
ভারতীয় দলের ডাগ আউটে এদিনই অভিষেক হয়ে গেল মেন্টর ধোনিরও| মুখে কিছু বলেননি ঠিকই| কিন্তু ডাগ আউটে বসে এদিনই হয়ত নীল নক্সাটা তিনি প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন|
আগামী বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত| দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কী চমক দেয় ভারতীয় দল সেটাই দেখার|