দুবাই: রবিবার থেকেই কাজ শুরু মেন্টর ধোনির৷ মাথায় হয়ত ছক কষাটা এখনই হয়ে গিয়েছে৷ এখন শুধু সেটা বিরাট কোহলিদের বুঝিয়ে দেওয়ার অপেক্ষা৷ আইপিএল শেষ৷ রবিবার থেকেই ভারতীয় দলের সঙ্গে নতুন অবতারে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনি৷
আইপিএল শেষ হওয়ার পর থেকেই, টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে৷ রবিবার পাপুয়া নিউ গিনিয়া বনাম ওমান ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু৷ সেদিনই বিশ্বকাপ জয়ের প্রস্তুতিও শুরু টিম ইন্ডিয়ার৷
টি টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবেন বিরাট কোহলিরা৷ অধিনায়ক হিসাবে এটাই বিরাট কোহলির শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ৷ তাই দুবাই থেকে চ্যাম্পিয়ন হয়েই ফিরতে মরিয়া তিনি৷
আইপিএলে যাত্রা শেষ হওয়ার পরই একে একে ভারতীয় দলের সদস্যরা দুবাইয়ে ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন৷ মাঝে অবশ্য কেউ কেই কয়েকদিনের ছুটিও কাটিয়েছেন৷ শনিবারই ভারতীয় শিবিরে যোগ দিলেন মেন্টর মহেন্দ্র সিং ধোনি৷ বিরাট কোহলি অবশ্য আগেই যোগ দিয়েছেন৷ অপেক্ষা ছিল দলের মেন্টরের৷
রবিবার থেকে দুবাইয়ে শুরু হবে টিম ইন্ডিয়ার বিশ্ব জয়ের প্রস্তুতি৷ সেদিনই প্রথমবার দেখাযাবে মেন্টর ধোনিকেও৷ আপাতত হাতে রয়েছে সাত দিন৷ সামনে পাকিস্তান৷ সদ্য আইপিএল খেলে ফেরা ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি মোটামুটি রয়েছে৷
যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনওরকম ঝুঁকি নিতে নারাজ৷ বিশ্বকাপে যাত্রা শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন কোহলিরা৷
শাস্ত্রীর পাশাপাশি এবার ধোনি মন্ত্রে আরও শক্তিশালি বিরাটরা হতে পারে কিনা সেটাই দেখার৷