মলদ্বীপ: শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত| প্রতিপক্ষ নেপাল| ঘোর অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত সাফের ফাইনালে পৌঁছেছেন সুনীল ছেত্রীরা| চ্যাম্পিয়ন হতে এখন মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে তারা| সেই লক্ষ্যে নেপালের টিম গেমই খানিকটা ভাবাচ্ছে ঈগর স্টিমাচের দলকে|
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিরুদ্ধেই প্রথম ম্যাচে জিতেছিল ভারত| যদিও সেই গোল এসেছিল একদম শেষ মুহূর্তে| সুনীল ছেত্রীর গোলেই জিতেছিল ভারত| সেই জয় আত্মবিশ্বাস যোগালেও, অতি আত্মবিশ্বাসী হতে নারাজ সুনীল ছেত্রী|
এবারের প্রতিযোগিতায় নেপালের ডিফেন্স এবং আক্রম সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে| চ্যাম্পিয়ন হতে গেলে নেপালের এই দুই জায়গা আটকানো ছাড়া কোনও উপায় নেই ভারতের সামনে| সেই মতো নীল নক্সাও হয়ত তৈরি করছেন ঈগর স্টিমাচ|
এই ম্যাচেই আবার খেলতে পারবেন না শুভাশিস বোস| শেষ দুই ম্যাচে রক্ষণে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি| রাহুল ভেকের সঙ্গে দক্ষ হাতে রক্ষণ সামলেছেন তিনি| সেই শুভাশিসকে ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে| তাই নেপালের আক্রমণ আটকাতে হয়ত মাঝমাঠের ওপরই বেশি জোর দিচ্ছেন স্টিমাচ|
এটুকু বাদ দিলে ফাইনালের মঞ্চে দলে পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই| এই ম্যাচেও নেপালের রক্ষণ ভাঙতে সুনীল এবং মনবীরই প্রধান অস্ত্র স্টিমাচের| আর সেইসঙ্গে ফেভারিটের তকমা থাকলেও, সতীর্থদের বারবার সাবধান করে দিচ্ছেন অধিনায়ক সুনীল ছেত্রী| শনিবার ম্যাচ শেষে কার মুখে ফোটে শেষ হাসি, সেটাই এখন দেখার|