লালা অমরনাথ| ভারতীয় ক্রিকেট যতদিন থাকবে, ততদিনই হয়ত এই নামটাও উজ্জ্বল হয়ে থাকবে সকলের মনে| হবে নাই বা কেন, তাঁর হাত ধরেই তো স্বাধীন ভারত প্রথমবার ক্রিকেটের বাইশজে সেঞ্চুরির স্বাদ পেয়েছিল|
শুধু কি তাই, তিনিই তো ছিলেন স্বাধীন ভারতের প্রথম টেস্ট দলের অধিনায়ক| সেই লালা অমরমাথেরই আজ ১১০ তম জন্মদিন| ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রাণপুরুষ তিনি| তাঁকে ছাড়া ভারতীয় ক্রিকেটের অস্তিত্বই ভাবা অসম্ভব|
বম্বে জিমখানায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক| প্রথম টেস্টেই সেঞ্চুরি| সেই প্রথম কোনও ভারতীয় টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেয়েছিল| তাও আবার সেই লালা অমরনাথের হাত ধরেই|
তবে মাঝে বেশ কিছুটা সময় ভারতীয় দলের বাইরে থাকতে হয়েছিল তাঁকে| তাঁর বিরুদ্ধে পরাধীন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক তাঁকে দল থেকে বের করে দিয়েছিলেন| পাঠিয়ে দেওয়া হয়েছিল দেশে| শোনা গিয়েছিল রাজনৈতিক কারণেই নাকি নেওয়া হয়েছিল এমন সিদ্ধান্ত| দীর্ঘ ১২ বছর দলের বাইরে ছিলেন লালা অমরনাথ|
১৯৪৬ সালে ফের দলে ফেরা| এরপর অবশ্য তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি| ক্রিকেটের বাইশগজে ছড়িয়েছেন বহু মণি মুক্ত| ১৯৫২-৫৩ মরসুমে তাঁর নেতৃত্বে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে ভারত| ২-১-এ সেই টেস্ট জিতেছিল অমরনাথের ভারতীয় দল|
ভারতের হয়ে খেলেছেন ২৪টি টেস্ট| যার মধ্যে রয়েছে একটি শতরান এবং ৪টি অর্ধশতরান| করেছেন ৮৭৮ রান| আর প্রথম শ্রেনীর ক্রিকেটে তো তিনিই প্রথম দশ হাজার রানের মাইলস্টোন তৈরি করেছিলেন|
১১ সেপ্টেম্বর তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন সকলেই| শ্রদ্ধার্ঘ অর্পন করেছে খোদ বিসিসিআইও|