নিউ ইয়র্ক: যোগ্যতা অর্জন পর্ব থেকে গ্র্যান্ডস্লামের মুকুট| আর্থার অ্যাশ স্টেডিয়ামে যেন এক রুপকথার গল্প| আর তারই রাণি এখন ১৮ বছরের ব্রিটিশ রাদুক্যানু| টেনিস কোর্টে তাঁর হাত ধরে তৈরি হল নতুন ইতিহাস| ইউএস ওপেনের নতুন রাণিতে মুগ্ধ ব্রিটিশ রানিও|
১৯৭৭ সালে শেষবার ব্রিটিশ মহিলা হিসবে গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড| এরপর থেকে আর কোনও ব্রিটিশ মহিলা গ্র্যান্ডস্ল্যাম জয়র স্বাদ পাননি| ইউএস ওপনে তো ১৯৬৮ সালে শেষবার গ্র্যান্ডস্ল্যাম জিতছিলেন ওয়েড|
যোগ্যতা অর্জন পর্ব থেকে গ্র্যান্ডস্লামের মঞ্চে প্রবেশ করে সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন ১৮ বছরের এমা| যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যচে একটিও পয়েন্ট না খুইয়েই ইউএস ওপেনের মূলমঞ্চে প্রবেশ করেছিলেন| যদিও তাঁকে চ্যাম্পিয়ন হওয়ার কোনও হিসাবেই তখন রাখা হয়নি|
আন্ডারডগ হিসাবে এগিয়ে চলা| একের পর এক তারকাকে হারিয়ে সেমিফইনালে পৌঁছনোর পর থেকেই আলোচনা শুরু| এরপর সেমিফাইনালেও স্ট্রট সেটে জিতে ফাইনাল পৌঁছনো| এমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু ব্রিটিশদের|
https://twitter.com/usopen/status/1436838214329896961
গোটা প্রতিযোগিতাতে একটিও সেটে হারেননি তিনি| ফাইনালে তাঁর সামনে ১৯ বর্ষীয় কানাডিয়ান তারকা অ্যানি ফার্ণান্ডেজ| সেই ম্যাচেও স্ট্রেট সেটে জয় এমা রাদুক্যানের| লড়াইটা হাডডহাড্ডি হলেও শেষপর্যন্ত ৬-৩, ৬-৪ সেটে জিতে, জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়র স্বাদ পান এমা| একইসঙ্গ শোপমেচন ইংল্যান্ডেরও| আর্থার অ্যাশ কোর্টের নতুন রানি তখন এম রাদুক্যান|
এরপরই সোশ্যাল সাইটে শুভেচ্ছা বার্তার ঢল| প্রথম ট্যুইট কুইন এলিজাবেথ টু-র| এরপর একে একে বিভিন্ন তারকারা শুভচ্ছা বার্তায় ভরাতে থাকে তাঁকে| এমার কাছেও তখন যেন সবটা স্বপ্নের থেকে কম নয়| কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতে ঠিক ভাবে কথাও বলতে পারছিলেন না এই তরুণী|
'I have no doubt your outstanding performance, and that of your opponent Leylah Fernandez, will inspire the next generation of tennis players.'
Read The Queen's message to @EmmaRaducanu in full: https://t.co/m5lxaH7kKi pic.twitter.com/aFSaCisDC0
— The Royal Family (@RoyalFamily) September 11, 2021
তাঁকে নিয়ে এখন মাতোয়ারা ব্রিটিশরাও|