কলকাতা: ডার্বি জিতে সমর্থকদের যেমন খুশি করতে চায় তারা, তেমনই লাল-হলুদকে সাফল্যের রাস্তাতেও নিয়ে যেতে মরিয়া নতুন ইস্টবেঙ্গল কোচ৷ ডার্বি জয়ের লক্ষ্য থাকলেও, তা নিয়ে এখন বেশি চাপ নিতে চাননা দিয়াজ৷ আইএসএলে সাফল্যের লক্ষ্যে ম্যাচ বাই ম্যাচ ধরেই এগোতে চাইছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ৷ আগামী দু সপ্তাহই এখন লাল-হলুদ ফুটবলারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ এর মধ্যেই চূড়ান্ত দল তৈরি করে নিতে চান লাল-হলুদ কোচ৷
আইএসএলে আগামী ২১ নভেম্বর যাত্রা শুরু করবে এসসি ইস্টবেঙ্গল৷ তার আগে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না লাল-হলুদ শিবির৷ গতবার চূড়ান্ত খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছিল ইস্টবেঙ্গল৷ যদিও নতুন মরসুমে নামার আগে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না লাল-হলুদ শিবিরের নতুন কোচ৷
কোচ হয়ে আসার পর এদিন প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মানোলো দিয়াজ৷ সেখানেই তিনি জানান, ‘অতীত নিয়ে একেবারেই ভাবতে চাইনা৷ এখন আমরা সামনের দিকে তাকিয়ে৷ নতুন মরসুমের জন্য ফুটবলারদের তৈরি করাই এখন প্রধান লক্ষ্য আমাদের’৷
আইএসএলের প্রস্তুতিতে যে লাল-হলুদ ব্রিগেড কোনওরকম খামতি রাখতে চায়না, তা কোচের হাবেভাবেই স্পষ্ট৷ দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদেশি ফুটবলারদের বাছার কাজটা শুরু করে দিয়েছিলেন তিনি৷ সময় কম পেলেও, তাঁর হাত ধরেই এবার এসেছেন ড্যানিয়েল, চিমাদের মতো তারকারা৷ নতুন স্প্যানিশ কোচের কাছে আসল পরীক্ষা ছিল ভারতীয় ফুটবলারদের৷
পরপর দুটো প্রস্তুতি ম্যাচ খেলা হয়ে গিয়েছে৷ সেখানে বিদেশিদের পাশাপাশি, ভারতীয় ফুটবলারদের খেলাও পছন্দ হয়েছে লাল-হলুদ কোচের৷ তিনি জানান, ‘আমরা সমস্ত ভারতীয় ফুটবলারদের থেকে সেরাটা চাই৷ তাদের খেলায় খুশি হয়েছি৷ তবে পরীক্ষা নীরিক্ষা এখনও চলছে৷ কিছু কিছু জায়গায় এখনও সমস্য আছে৷ আইএসএলে নামার আগে সেদিকেই বিশেষ নজর দিচ্ছি’৷
গতবারের পারফরম্যান্স ভুলে এবার শুরু থেকেই সাফল্যের খোঁজে লাল-হলুদ শিবির৷ তবে এখন থেকেই শীর্ষে থাকার চাপটা ফুটবলারদের মাথায় দিতে চাননা দিয়াজ৷ প্রথম চারের মধ্যেই থাকা এখন তাঁর একমাত্র লক্ষ্য৷
https://twitter.com/sc_eastbengal/status/1449598107746902016
দুটো প্রস্তুতি ম্যাচ খেললেও, দলকে পুরোপুরি তৈরি করতে এখনও বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলতে চায় ইস্টবেঙ্গল৷ শোনাযাচ্ছে ইতিমধ্যেই নাকি মুম্বই সিটির সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের৷ আইএসএলের প্রতিপক্ষের বিরুদ্ধেই নিজেদের চূড়ান্ত প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় ইস্টবেঙ্গল৷
গতবার ইস্টবেঙ্গলে একাধিক অধিনায়কের নিয়ম করেছিলেন রবি ফাউলার৷ এবার যে সেই পথে ইস্টহবেঙ্গল টিম ম্যানেজমেন্ট হাঁটবে না তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন লাল-হলুদ কোচ৷
দেশীয় অথবা বিদেশি অধিনায়ক এবার পেতে পারে ইস্টবেঙ্গল৷ প্রথম ম্যাচের আগেই অবশ্য তা ঠিক করবে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট৷ আপাতত ট্যাকটিক্স এবং ফর্মেশন তৈরি নিয়েই ব্যস্ত রয়েছেন লাল-হলুদ কোচ৷
গতবার চূড়ান্ত ব্যার্থ হয়েছে ইস্টবেঙ্গল৷ ফাউলারের আগে স্প্যানিশ কোচের হাত ধরেও সাফল্য আসেনি তেমন৷ এবার ফের স্প্যানিশ কোচের কাঁধে উঠেছে দায়িত্ব৷ লাল-হলুদে সুদিন আসে কিনা সেটাই দেখার৷