কলকাতা টিভি ওয়বডেস্ক: লিওনেল মেসি চলে গেলেও, তাদের দলের ওপর তার কোনও প্রভাব পড়বে না| দলের দায়িত্ব নওয়ার পর থেকেই এই কথা শোনা গিয়েছিল বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের মুখ থেকে| কিন্তু মেসিহীন বার্সার নতুন মরসুম শুরু হওয়ার পর থেকেই, সময়টা একেবারেই ভাল যাচ্ছিল না| শেষপর্যন্ত কোম্যানকে সরানোরই সিদ্ধান্ত বার্সোলোনা কর্তাদের|
রোনাল্ড কোম্যানের হাত ধরে বার্সেলোনা শুরু থেকেই এবার ধুঁকছিল| লা লিগার প্রথম ম্যাচেই জয় পায়নি তারা| চ্যাম্পিয়ন্স লিগেও যে বার্সেলোনার শুরুটা খুব একটা ভাল হয়েছিল তা নয়| প্রথম ম্যাচেই বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরেছিল বার্সেলোনা|
বারবার ঘুরে দাঁড়ানোর কথা কোম্যানের মুখে শোনা গেলেও, বার্সার ভাগ্যে ব্যর্থতা ছাড়া আর কিছুই ছিল না| যদিও তাঁর ওপরই আস্থা রাখত চাইছিল বার্সেলোনা কর্তারা| সকলের লক্ষ্য ছিল এল ক্লাসিকোর দিকেই|
সেখানেই চির প্রতিদ্বন্দ্বী রিয়্যাল মাদ্রিদের কাছে ২-১ গোলে হারার পরই কোম্যানের ভাগ্য কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল| শুরু হয় গিয়েছিল রোনাল্ড কোম্যানের বার্সার কোচের পদে থাকার ভবিষ্যত নিয়ে জল্পনা| বার্সা ভক্তরা সকলেই তাঁকে সরানোর দাবী তুলতে শুরু করে দিয়েছিলেন| সেইসঙ্গে কর্তারাও আর ভরসা রাখতে পারছিলেন না|
এরপরই লা লিগায় রায়ো ভ্যালেকানোর কাছে বার্সেলোনার ১-০ গোলে হারের পরই, সিদ্ধান্ত নিতে আর দেরী করেননি বার্সা কর্তারা| রোনাল্ড কোম্যানেকে বার্সেলোনার কোচের পদ থেকে অব্যহতি দেন তারা| আর সেইসঙ্গেই শুরু নতুন জল্পনা| কে হবেন বার্সার নতুন কোচ|