কলকাতা টিভি ওয়েবডেস্ক: বাংলাদেশের ত্রাতা আবারও সেই শাকিব অল হাসানই| ব্যাটিং ও বোলিংয় দুরন্ত বিধ্বংসী পারফরম্যান্স| শাকিবের হাত ধরেই বিশ্বকাপের সুপার-১২-এ জায়গা পাকা করল বাংলাদেশ| পাপুয়া নিউ গিনিয়াকে ৮৪ রানে হারিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ ক্রিকেটার থেকে সমর্থকরা|
টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচেই বড়সড় অঘটন| আন্ডারডগ স্কটল্যান্ডের কাছে হেরে যান মাহমুদুল্লাহরা| আর তাতেই বাংলাদেশের বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়া নিয়ে দেখা দিতে থাকে ঘোর অনিশ্চয়তা| বাংলাদেশের ক্রিকটারদের নিয়েও শুরু হয় যায় নানান বিতর্ক|
পরপর দুম্যাচ জিততেই হবে বাংলাদেশকে| তবেই ভারত, ইংল্যান্ডের তালিকায় নিজেদের জায়গায় পাকা করতে পারবে তারা| ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে, আশা জিইয়ে রেখছিলেন তারা| সুপার টুয়েলভে যেতে হলে পাপুয়া নিউ গিনিয়াকে হারাতেই হত তাদের|
A talismanic performance from Shakib Al Hasan enabled Bangladesh's safe passage through to the Super 12 ? #BANvPNG report ?#T20WorldCup https://t.co/fOLDQIZEEp
— ICC (@ICC) October 21, 2021
দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারই ছিল প্রধান ভরসা বাংলাদেশের| সেই শাকিব অল হাসানের হাত ধরেই স্বস্তির পরিবেশ ফিরল বাংলাদেশ সাজঘরে|
বাংলাদেশ ব্যাটিং লাইনআপে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন শাকিব অল হাসান| মাত্র ৪ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয় তাঁর| ৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি| অধিনায়ক মাহমুদুল্লাহ করেন ২৮ বলে ৫০ রান| ২০ ওভার শেষে বাংলাদেশের রান ১৮১|
বল হাতে পাপুয়া নিউ গিনিয়াকে একাই শেষ করে দেন শাকিব অল হাসান| ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার তাঁর| পাপুয়া নিউ গিনিয়া শেষ মাত্র ৯৭ রানেই| সুপার টুয়েলভে বাংলাদেশ পৌঁছে গেল ঠিকই, কিন্তু এরপর কতদূর তারা যাবে, তা নিয়ে চিন্তা হয়ত খানিকটা রয়েই গেল|