কলকাতা: সবকিছু ঠিকঠাক চললে এটিকে-মোহনবাগানের ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে আসন্ন আইএসএল| প্রথম ম্যাচেই সচিনের কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে পারে সবুজ-মেরুণ ব্রিগেড|
সোমবারই প্রকাশ্যে আসতে চলেছে আইএসএলের সূচি| সেখানেই এটিকে-মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স প্রথম ম্যাচ ঘিরে চড়তে শুরু করেছে পারদ| যদিও এফএসডিএলের তরফে এখনই কোনও কিছু সরকরীভাবে জানানো হয়নি|
গত মরসুমেও আইএসএলের প্রথম ম্যাচে নেমেছিল এটিকে-মোহনবাগান| সেবার প্রতিপক্ষ ছিল এফসি গোয়া| আর এবার যদি সবকিছু ঠিকঠাক চলে মোহনবাগানের প্রতিপক্ষ হতে চলেছে কেরালা|
গতবার ফাইনালে পৌঁছলেও মুম্বই সিটি এফসির কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল এটিকে-মোহনবাগান| রানার্স হলেও, তাদেরকেই প্রথম ম্যাচে নামানোর পথে এফএসডিএল|
অন্যদিকে, আই এস এলে যাত্রা শুরুর আগেই এফএসডিএলের কাছে আবেদন জানিয়াছে- এসসি ইস্টবেঙ্গল| গতবার আইএসএলের প্রথম ম্যাচই তাদের খেলতে হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে|
প্রতিযোগিতায় যাত্রা শুরুর ম্যাচটি যদি ডার্বি হয়, তবে যে চাপ বহুগুন বেড়ে যায় তা বলাই বাহুল্য| তাই ক্রীড়াসূচি তৈরির সময় এই বিষয় বিবেচনা করারই আবেদন করেছে এসসি ইস্টবেঙ্গল| এখন শুধুই সোমবার আইসএলের সূচি প্রকাশের অপেক্ষা|