এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষদের ডবলস সেমিফাইনালে দুটি ম্যাচেই হেরে গেল ভারতীয় জুটি। তারই মধ্যে হারমীত দেশাই-মানভ ঠক্কর জুটি জোরদার লড়াই করে হার মানেন। কিন্তু জি সাথিয়ান-শরথ কমল জুটি কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। স্ট্রেট সেটে হেরে যান এই জুটি। সোমবার দোহাতে ভারতের পদক জিতলেও পুরুষদের হতাশার দিন ছিল।
আরও পড়ুন: IPL: টুর্নামেন্ট ছেড়ে চলে গেলেন ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল
হারমীত-মানভ শুরুতেই দুটি গেমে পিছিয়ে পড়েছিলেন কোরিয়ান জুটি জং উজিন-লিম জংহুনের বিপক্ষে। কোরিয়ান জুটি ১১-৪, ১১-৬ পয়েন্টে প্রথম দুটি গেম জিতে নেন। এরপর ম্যাচে ফিরে আসেন ভারতীয় জুটি। তৃতীয় গেমটি জেতে হারমীত-মানভ জুটি ১২-১০ পয়েন্টে। পরের গেমও জিতে খেলায় সমতা ফিরিয়ে আনেন ওঁরা।ফাইনালে ওঠার স্বপ্ন দেখা শুরু হয়ে যায়। ম্যাচ ২-২ হয়ে যায়। চতুর্থ গেমটি ভারতীয় জুটি জিতে নেয়েছিল ১১-৯ পয়েন্টে। পঞ্চম ম্যাচে কোরিয়ান জুটি ছন্দে ফিরে আসে। তবুও এক সময় ম্যাচের ফল ছিল:৬-৬। কিন্তু শেষমেষ গেমটি জিতে নেয় ১১-৮ পয়েন্টে। ম্যাচে একসময় মানভ ক্ষিপ্র ফুটওয়ার্ক আর ব্যাকহ্যান্ড স্ম্যাশ দিয়ে গেম ছিনিয়ে নিচ্ছিলেন।
Indian paddlers @sathiyantt @sharathkamal1 & @manavthakkar16 @HarmeetDesai create history to finish with two bronze medals in men's doubles in #AsianTableTennisChampionships#tabletennis https://t.co/GEbAJYfmyG
— myKhel.com (@mykhelcom) October 4, 2021
অন্য ম্যাচে, জাপানের য়ুকিয়া উডা-শুনসুকে তোগামি জুটি হেলায় হারিয়ে দিল ভারতের জি সাথিয়ান-শরথ কমল জুটিকে। ম্যাচের ফল: ১১-৫, ১১-৯, ১৩-১১। এবারের প্রতিযোগিতায় পুরুষ দল তিনটি পদক নিয়ে ফিরছে। সবই ব্রোঞ্জ পদক। একটি টিম ইভেন্টে, আর বাকি দুটি ডবলসে। মেয়েরা পঞ্চম স্থান পেয়ে।
ছবি: সৌ-টুইটার