২০২২ কাতার বিশ্বকাপ কী নেমারেরও শেষ বিশ্বকাপ? বিশ্ব ফুটবল জুড়ে হঠাত্ই তোলপাড়| আর এই ইঙ্গিত অন্য কেউ নন, খোদ নেমারই দিয়েছেন| বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে নামার আগে হঠাত্ই নেমারের মুখে যেন অন্য সুর| আর তা থেকেই নানান প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ফুটবল মহলে|
২০২২ সালে কাতারে বিশ্বকাপের আসর| মেসি এবং রোনাল্ডোর এটাই হয়ত শেষ বিশ্বকাপ| আর তা নিয়েই প্রত্যেকের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা| কিন্তু নেমারের কথায় সেইসব ভুলে, এখন শুধুই ওয়ান্ডার কিড|
২০২২ বিশ্বকাপ খেলার সময় সদ্য ৩০ বছরে পা দেবেন নেমার| এখনও পর্যন্ত দুটো বিশ্বকাপ খেলেছেন নেমার| ২০১৪ এবং ২০১৮ সালে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের ম়ঞ্চে নেমেছিলেন তিনি| কিন্তু সাফল্য আসেনি|
২০২২ বিশ্বকাপে নামার আগেই নেমারের অদ্ভূত মন্তব্যের জেরে, তোলপাড় পরে গিয়েছে বিশ্ব ফুটবলে| কাতার বিশ্বকাপের পর ব্রাজেলের জার্সিতে আর কোনও বিশ্বকাপ তিনি খেলবেন কিনা, তা নিয়ে নাকি নিশ্চিত নন নেমার| নিজের মানসিক শক্তি নিয়ে এখন থেকেই সংশয়ে পড়ে গিয়েছেন ওয়ান্ডার কিড|
আর নেমারের এই মন্তব্য খানিকটা হলেও, মন খারাপ করে দিয়েছে ব্রাজিল তথা অগুন্তী নেমার ভক্তদের| কিন্তু কেন এমন ভাবনা নেমারের| তবে কি সত্যিই আর চাপ নিতে পারছেন না ওয়ান্ডার কিড|
২০১৪ বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে ব্রাজিলের ভরাডুবির ম্যাচে খেলতে পারেননি তিনি| যদিও বিশ্বকাপের শেষে কম সমালোচনা হয়নি তাঁকে ঘিরে| ২০১৮ বিশ্বকাপেও একই ঘটনার পূণরাবৃত্তি হয়েছিল| যে নেমারকে ঘিরে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল, তিনিই চিলেন চূড়ান্ত ব্যর্থ|
ব্রাজিলের জার্সি পরে মাঠে নামা মানেই সবসময় বাড়তি চাপ| পরপর দুবারের এই ব্যর্থতার পর কি দেশের জার্সির ভারটা আর নিতে পারছেন না নেমার| যদিও পুরোপুরি সেসব নিয়ে কিছু বলেননি| ২০২২ বিশ্বকাপের পর নেমার নিজের সিদ্ধান্ত বদলান নাকি, একই রাখেন সেটাই এখন দেখার|