ওয়েব ডেস্ক: কাছাকাছি ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের প্রথম পছন্দ দিঘা (Digha)। দুদিনের ছুটিতে ঘুরে আসার জন্য এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। বাঙালির পছন্দের এই হলি ডে ডেস্টিনেশনে সুযোগ পেলেই ঢুঁ মারেন বাঙালিরা। তবে মাঝেমধ্যেই নানা বিপজ্জনক ঘটনার জন্য শিরোনামে আসে দিঘা। কী ঘটনা ঘটল? জেনে নিন সবিস্তারে।
আরও পড়ুন: জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে সরকারি বাস, আহত অগুনতি
রবিবার ছুটির দিনে পর্যটক পূর্ণ থাকে দিঘার সৈকত। সেখানেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ৮ জন পর্যটক। রবিবার দুপুর বারোটা নাগাদ দিঘা মোহনায় স্নানে নেমেছিল ওই দলটি।
জানা গিয়েছে, নদীয়া থেকে ঘুরতে আসে দলটি। দলে ছিলেন আটজন পর্যটক। এরপর তাঁরা স্পিড বোটে চড়ে সমুদ্রের বেশ কিছুটা দূরে চলে যান। সেখানেই যান্ত্রিক গোলযোগ দেখা যায় স্পিড বোটে।
দেখুন আরও খবর: