শিলিগুড়ি: ক্রমাগত বৃষ্টিপাতের ফলে শিলিগুড়ির মাটিগাড়ায় বালাসন সেতুর পাশে তৈরি রাস্তা ও হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী ব্রিজ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হল। বন্ধ করে দেওয়া হয়েছে ওই পথ দিয়ে যানবাহন চলাচল। গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টিপাতের ফলে মহানন্দা সহ বালাসন নদীতেও আনেকটাই জলস্ফীতি হয়েছিল।
বালাসন নদীর জলের তোড়
কয়েকদিন আগেই ওই ব্রিজের অ্যাপ্রোচ রোড ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রশাসনের তরফে রাস্তাটি মেরামত করে আবারও যান চলাচলের উপযোগী করে তোলা হয়। কিন্তু, ফের রবিবার রাতের ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ওই রাস্তাটি সম্পূর্ণভাবে জলের তোড়ে ভেসে যায়।
আরও পড়ুন: Agnipath Protest: হাওড়া স্টেশন স্বাভাবিক, অগ্নিপথ বিরোধিতায় ভারত বন্ধের কোনও প্রভাব পড়ল না
গতবছর ডিসেম্বর মাসে ভারী বৃষ্টিপাতের ফলে বালাসন সেতুর একটি পিলার কিছুটা বসে যাওয়ায় ব্রিজের উপর বেইলি ব্রিজ করে এবং ব্রিজের পাশে এই রাস্তা তৈরি করে শিলিগুড়ির বাগডোগরার মধ্যে যান চলাচল শুরু করা হয়েছিল। তবে এখন এই রাস্তাটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় ভারী গাড়িগুলিকে নৌকাঘাট হয়ে প্রায় ১০ কিলোমিটার ঘুরে শিলিগুড়িতে আসতে হবে। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। রাস্তার গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। গাড়িগুলি খুবই ধীরগতিতে চলছে।