বছর পড়তে না পড়তেই একাধিক গুরত্বপূর্ণ যোগ তৈরি হয়েছে। ২৩ জানুয়ারি (23 January) একদিকে যেমন সরস্বতী পুজো অপরদিকে তৈরি হয়েছে গজকেশরী যোগ (Gajakesari Yoga)। এই শুভ মিলন চারটি রাশির উপর প্রভাব ফেলবে। একাধিক ক্ষেত্রে উন্নতির মুখ দেখবে এই রাশিগুলি (Zodiac Sign)। বিশেষ করে কেরিয়ার, শিক্ষা, সম্পদ, মানসিক স্থিতিশীলতা আসবে। প্রকাশ পাবে বুদ্ধিমত্তা, বাড়বে আত্মবিশ্বাস।
মেষ রাশি- শুভ সময় আসতে চলেছে। একাধিক নতুন সুযোগ আসবে জীবনে। গজকেশরী যোগে আত্মবিশ্বাস বাড়বে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করবে। কর্মজীবনে ইচ্ছশক্তির বশে আপনি অনেক অসাধ্য কাজকেও সম্ভব করবেন। কর্মজীবনে উন্নতি, ব্যবসায়ে অগ্রগতি। আর্থিক লাভ, পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে, স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
কর্কট রাশি- গজকেশরী যোগে ভাগ্যের উন্নতি। বৃহস্পতি ও চন্দ্রের আশীর্বাদ পাবেন। চাকরি ও ব্যবসায়ে নয়া সুযোগ। আর্থিক সমৃদ্ধি। শিক্ষার্থীদের উন্নতি। চাকরি ও ব্যবসায়ে নয়া সুযোগ। মানসিক শান্তি আসবে জীবনে। বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন। বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে। ভ্রমণ হবে। স্বাস্থ্যের উন্নতি, দীর্ঘ রোগ ভোগ থেকে মুক্তি।
কন্যা রাশি- ভাগ্যে আপনার সহায় থাকবে। বুধের আপনাদের বুদ্ধিমত্তা বাড়াবে। কর্মক্ষেত্রে উর্ধ্বতনদের কাছ থেকে স্বীকৃতি পাবেন। ফেলে কাজগুলি এবার সহজেই সম্পন্ন হবে। যারা চাকরি খুঁজছেন তাদের সেই সুযোগ আসবে। ভালো নামি সংস্থায় চাকরির যোগ। কাজে মনোবল বৃদ্ধি। পরিবারের গুরুজনদের আশীর্বাদ পাবেন।
আরও পড়ুন- উচ্চস্থ মঙ্গলের প্রভাব, কর্মজীবনে গতি না কি সতর্কতার বার্তা?
মীন রাশি- বৃহস্পতি, চন্দ্র এবং বুধের প্রভাবে কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি। কাজের সুযোগ আসবে বিভিন্ন দিক দিয়ে। আর্থিক উন্নতি, সামাজিক মান সম্মান বাড়বে। পারিবারিক সম্পর্কগুলো আরও সুন্দর ও মজবুত হবে। জ্ঞান বৃদ্ধি পাবে। কাজে বাড়বে আত্মবিশ্বাস। কোনও দীর্ঘস্থায়ী রোগ থেকে চিরতরে মুক্তি।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।