কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিক্ষিপ্ত বৃষ্টির মাঝেও দহনজ্বালায় পুড়ছে দেশের একাংশ। চড়া রোদ ও ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। এই পরিস্থিতিতে সুখবর শোনাল আবহাওয়া দফতর। আইএমডি সূত্রের খবর, নির্ধারিত সময়ের তিনদিন আগে রবিবারই কেরলে ঢুকল বর্ষা। তার চারদিন পরই উত্তরবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। আর তারপরই দক্ষিণবঙ্গজুড়ে নামতে পারে স্বস্তির বৃষ্টি।
এর আগে মৌসম ভবনের তরফে পূর্বাভাসে বলা হয়েছিল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অশনির জেরে ২৭ মে বর্ষা ঢুকতে পারে কেরালায়। তারপর জানা যায়, কেরালায় বর্ষার প্রবেশে এবার বিলম্ব হতে পারে। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এবার নির্ধারিত সময়ের তিনদিন আগেই মৌসুমী বায়ু ঢুকেছে কেরলে। কেরল থেকে বাংলায় বর্ষা উত্তর দিক হয়ে ঢোকে। অর্থাৎ প্রথমে উত্তরবঙ্গে আসে বর্ষা। তার পর দক্ষিণবঙ্গে। সাধারণত জুনের ৮ থেকে ১০ তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা নামে। তবে কেরলে তিন দিন আগে পৌঁছনো বর্ষা উত্তরবঙ্গেও সময়ের আগে পৌঁছবে কি না, সে বিষয়ে স্পষ্ট করেনি মৌসম ভবন। আবহাওয়াবিদদের মতে, এবার বর্ষা বাংলার মাটি ছুঁতে পারে ৮ জুনের মধ্যে।
Southwest Monsoon has set in over Kerala today, May 29th: India Meteorological Department pic.twitter.com/bMMq3eLN60
— ANI (@ANI) May 29, 2022
বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে আবহাওয়া দফতর ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। লাক্ষাদ্বীপেও ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন কেরলের আবহাওয়া এরকমই থাকতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন: Kharagpur: হাজারো চোখের জলে বাপ্পাদিত্যকে শেষ বিদায় জানাল খড়্গপুর