ঝালদা: ঝালদা পুরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল শহরে। দলীয় কাউন্সিলর তপন কান্দু খুনের পর অনৈতিকভাবে বোর্ড দখলের অভিযোগ তুলেছিল কংগ্রেস। এরই প্রতিবাদে মঙ্গলবার বোর্ড গঠনের দিন কালা দিবস হিসেবে পালন করল কংগ্রেস। একটি মিছিল করে পুরসভার দিকে এগিয়ে যায় কংগ্রেস। মিছিলের একেবারে সামনের সারিতে ছিলেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুও। কালো ব্যাজ পরে কংগ্রেস কর্মীরা এই বিক্ষোভ মিছিলে শামিল হন।
আরও পড়ুন: Tapan Kandu: খুনের আগে তপন কান্দুকে তৃণমূলে যোগ দিতে চাপ, ফের চাঞ্চল্যকর অডিও ভাইরাল
পুরসভার সামনে সেই মিছিল এসে পৌঁছলে পুলিস পথ আটকায়। তখন মিছিলের সঙ্গে পুলিস কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। পুলিস ব্যারিকেড করে রাখলে কংগ্রেস কর্মীরা তা ভেঙে এগনোর চেষ্টা করলে পরিস্থিতি বিগড়ে যায়। মিছিলের সামনেই ছিলেন পূর্ণিমাসহ মহিলা কংগ্রেস কর্মীরা। ধস্তাধস্তির সময় মিছিলের ধাক্কায় এক মহিলা পুলিস রাস্তার উপর পড়ে যান।
এর আগেই পূর্ণিমা কান্দু জানিয়ে দেন, শপথ নিলেও বোর্ড গঠনকে মানছি না। শপথগ্রহণের দিনটি কালা দিবস পালন করে প্রতিবাদ করবেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা। পুর নির্বাচনের পর গত মাসের ১৩ তারিখ খুন হন তপন কান্দু। পুরবোর্ড গঠন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।
আরও পড়ুন: School Service Commission: এসএসসি মামলায় ফের অব্যাহতি ডিভিশন বেঞ্চের
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ৫ এপ্রিল, মঙ্গলবার ঝালদা পুরসভার বোর্ড গঠনের জন্য। পূর্ণিমা কান্দু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমার স্বামী ঝালদা পুরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু এই বোর্ড গঠনের জন্য খুন হয়েছেন। তাই আমি এদিন কংগ্রেসের ডাকা কালা দিবস পালনে শামিল হব। খুন করে বোর্ড দখলের প্রতিবাদেই এদিন মিছিল করে পুরসভার সামনে আসে কংগ্রেস।