পুরুলিয়া: খুনের ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসল দোষীরা এখনও অধরা। তাই রাজ্য পুলিসের উপর ভরসা না রেখে ফের সিবিআই তদন্তের দাবি করল ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের পরিবার। ঝালদার সাধারণ মানুষও সিবিআই তদন্তের দাবিতে সরব। কংগ্রেস প্রথম থেকেই আদালতের তদারকিতে সিবিআই তদন্ত দাবি করে আসছে। সোমবার নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা বলেন, আমরা সিবিআই চাই। পুলিসের তদন্তে আমাদের আস্থা নেই।
এদিন পূর্ণিমা বলেন, যাঁদের বিরুদ্ধে মূল অভিযোগ, তাঁদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এতদিন পর শুধু ঝালদা থানার পাঁচ পুলিস কর্মীকে ক্লোজ করা হল। অথচ যে আইসির বিরুদ্ধে আমাদের অভিযোগ, তিনি বহাল তবিয়তে চেয়ারে বসে আছে। তাই রাজ্য পুলিসের উপর আমাদের কোনও ভরসা নেই। আমরা সিবিআই তদন্ত চাইছি।
রবিবার ঘটনাস্থলে যায় দুই সদস্যের ফরেনসিক দল। তা নিয়েও প্রশ্ন তুলেছেন পূর্ণিমা। তিনি বলেন, তদন্তের নামে প্রহসন হচ্ছে। ঘটনার সাতদিন পর ফরেনসিক অফিসাররা কী নমুনা সংগ্রহ করবেন? ঘটনাস্থল থেকে তাঁরা কী-ই বা পাবেন? এর জন্যই বলছি, সিবিআই তদন্ত ছাড়া আমার স্বামীর মৃত্যুর কিনারা হবে না। ঝালদা শহরের লোকজনও একই কথা বলছেন। ঝালদাবাসী আমার সঙ্গে আছেন।
আরও পড়ুন: TMC-ISF Clash: আমডাঙায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, বোমা-গুলি, জখম ১০
গত ১৩ মার্চ বিকেলে ঘুরতে বেরিয়ে নৃশংসভাবে খুন হন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তাঁর স্ত্রী পূর্ণিমাও এবার কংগ্রেসের টিকিটে কাউন্সিলর হয়েছেন। ঝালদা পুরসভা এবার ত্রিশঙ্কু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, দল ভাঙিয়ে তৃণমূল বোর্ড গড়তে চায়। পরিবারের অভিযোগ, খোদ আইসির ভূমিকাও সন্দেহের বাইরে নয়। ইতিমধ্যেই তপনের ভাইপো মিঠুনের সঙ্গে অন্য এক ব্যক্তির দীর্ঘ কথপোকথনের দুটি অডিয়ো ভাইরাল হয়েছে। মিঠুনের দাবি, ফোনের অপর প্রান্তে থাকা ওই ব্যক্তিই হলেন আইসি সঞ্জীব ঘোষ।
এদিনই মিঠুনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় জেলা পুলিস। শহরের ক্ষণিকা গেস্ট হাউসে মিঠুনকে জিজ্ঞাসাবাদ করেন সিটের সদস্যরা। উপস্থিত ছিলেন জেলার পুলিস সুপার সেলভা মুরুগান।
আরও পড়ুন: Kalna TMC Councillor: কালনার বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরদের জরুরি তলব কলকাতায়
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটনার পরই ঝালদায় যান। তিনিও সিবিআই তদন্তের দাবি করেন। বিষয়টি লোকসভায় তোলেন অধীর। সেখানেও তিনি বলেন, সিবিআই তদন্তের দাবিতে আমরা যতদূর যেতে হয় যাব।