দিল্লি: দেশের দুই রাজ্যের শীর্ষ আদালতের ঐতিহাসিক পর্যবেক্ষণ। শুক্রবার কেরল হাইকোর্ট বৈবাহিক-ধর্ষণের অভিযোগে বিবাহ-বিচ্ছেদ চাওয়ার মামলাকে স্বীকৃতি দেওয়া হয়। দিল্লি হাইকোর্ট একটি মামলার পর্যবেক্ষণের ভিত্তিতে আরও একটি ঐতিহাসিক রায় দেয়। সন্তানের পরিচয় শুধুমাত্র পিতৃ পরিচয়েই আবদ্ধ থাকবে না। ইচ্ছা করলে বাবার পদবির বদলে মায়ের পদবিও ব্যবহার করতে পারবে সন্তান। আদালত জানায়, কোনও পিতা তাঁর সন্তানকে পদবি ব্যবহারের জন্য বাধ্য করতে পারে না। কন্যাসসন্তানের বয়স ১৮ বছরের কম।
আরও পড়ুন: স্বামীর হাতে ধর্ষিত স্ত্রী চাইতে পারবেন বিবাহ বিচ্ছেদ, জানাল হাইকোর্ট
মায়ের পদবির বদলে বাবার পদবি ব্যবহার করতে হবে সন্তানকে, এই সংক্রান্ত একটি মামলা নিয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হন এক ব্যক্তি। আদালত মামলা খারিজ করে জানিয়ে দেয়, সন্তান প্রয়োজনে মা অথবা বাবার পদবির ব্যবহার করতে পরে। পিতৃ পরিচয়ের উপর কোনও বাধ্যবাধকতা নেই। আবেদনকারীর আইনজীবীকে দিল্লি আদালতের বিচারপতি জানান, “কেন সন্তান মায়ের পদবি ব্যবহার করতে পারবে না? বলতে খারাপ লাগছে, কিন্তু এই আপনাদের মানসিকতা!” আবেদনকারী পক্ষের যুক্ত ছিল তাঁর সন্তান এখনও নাবালিকা, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। দীর্ঘ শুনানির পর মামলাটির কোনও সারবত্তা নেই বলে সরাসরি খারিজ করে দেয় আদালত। যদিও মামলাকারী যদি চান মেয়ের স্কুলের নামে তাঁর পদবি থাকুক, তবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেই সেই আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, যে কোনও সন্তান চাইলেই তার মায়ের পদবি ব্যবহার করতে পারবে। বাবা কখনই কোনও সন্তানকে নিজের পদবি ব্যবহারে বাধ্য করতে পারেন না।