কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আগামী দু’দিন প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গে। তবে, শুক্রবার থেকে কমবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বর্তমানে মৌসুমী অক্ষরেখা গোরখপুর থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় রয়েছে। এটি ক্রমশ দক্ষিণের দিকে সরবে। ফলে, রাজস্থান এবং তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। দখিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
কলকাতা
কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসে আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তি। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রী। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ।
আরও পড়ুন- কলকাতায় আংশিক মেঘলা আকাশ, উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি
উত্তরবঙ্গ
বুধ এবং বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। ভারী বৃষ্টির সম্ভবনা দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরজুড়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে মালদাতে। শুক্রবারে বৃষ্টির পরিমাণ কমবে। তবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গের বাতাসে বাড়ছে আর্দ্রতা। ফলে, বাড়বে অস্বস্তি। তবে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
আরও পড়ুন- রাতের আকাশে আগামী এক সপ্তাহ উজ্জ্বল বৃহস্পতি, শনি ও চাঁদ
ভিনরাজ্যে
শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি, সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবারও অসামে প্রবল বৃষ্টির চলবে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিহার উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে। আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু উপকূলে। বৃষ্টিপাত থেকে বৃষ্টি বাড়বে কেরল এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়।