বাঁকুড়া: নববর্ষের প্রথমদিনই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড গড়েছে। বাঁকুড়ায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এরইমাঝে পুলিস প্রশাসনের তরফে জেলাবাসীকে তাপপ্রবাহে সতর্ক থাকার প্রচার করা হচ্ছে বারবার। পাশাপাশি বাঁকুড়া সদর থানার পুলিস রাস্তায় নেমে তাপপ্রবাহ মোকাবিলার কাজ শুরু করেছে। মঙ্গলবার বাঁকুড়া সদর থানার পুলিস কর্মীরা বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় পথচলতি মানুষের হাতে পানীয় জলের বোতল ও ওআরএস তুলে দেওয়া হয়।
পুলিসের তরফে জানানো হয়েছে, তাপপ্রবাহের সতর্কবার্তা সত্বেও বহু মানুষ কিছুটা বাধ্য হয়ে রাস্তায় নামছেন। তাঁদের একটা বড় অংশ চড়া রোদ ও গরমে অসুস্থ হয়ে পড়ছেন। কেউ যাতে রোদে ও গরমে এইভাবে অসুস্থ না হয়ে পড়েন, তার জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Cheat Fund: এন্টালিতে বেআইনি চিট ফান্ডের হদিস, গ্রেফতার ৮
উল্লেখ্য, বাঁকুড়া জেলায় শেষ বৃষ্টি হয়েছিল গত ৪ ফেব্রুয়ারি। তারপর থেকে এক ফোঁটা বৃষ্টির দেখা পায়নি বাঁকুড়ার মানুষ। এই অবস্থায় মার্চের শেষ থেকেই ধীরে ধীরে বাঁকুড়া জেলায় বাড়তে শুরু করেছে গরম। বর্তমানে জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ। রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। কয়েকদিন ধরেই বৃষ্টির প্রমাদ গুনছেন দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবারের পর থেকে কিছুটা কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।