মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের বাড়ির সামনে বিস্ফোরণকাণ্ডে, বৃহস্পতিবার দিনভর পাকিস্তান ও পঞ্জাব প্রদেশের একাধিক ছোট বড় শহরে তল্লাশি চালাল পুলিশ। সূত্রের খবর, মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ এখন জেলে। নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে লাহোরের কোট লাখপতের কারাগারে বন্দী এই জঙ্গি নেতা, সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্যের দায়েও অভিযুক্ত। যদিও বিস্ফোরণের সময় হাফিজ বাড়িতেই ছিলেন বলে সূত্রের খবর। তবে কি জামাত উদ দাওয়া সুপ্রিমোর অঙ্গুলিহেলনে এই বিস্ফোরণ হয়েছিল? হাফিজের মুক্তির দাবিতেই কি এই কান্ড ঘটানো হয়?
বুধবার মুম্বই হামলার মূলচক্রি হাফিজ সঈদয়ের বাড়ির সামনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে রাস্তায় চার ফুটের গর্ত হয়ে যায়। লাহোরের জওহর টাউন এলাকায় এই বিস্ফোরণে আহত হন কমপক্ষে ১৬ জন। মৃত্যু হয় ২ জনের। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে আশেপাশের বাড়ির জানালা দরজার কাঁচও ভেঙে পড়ে। ওই এলাকায় হাসপাতাল ও ব্যাঙ্ক থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আগে ভগবানপুরায় একটি ফেক কল পায় পুলিশ। সেই কারণে সঈদের বাড়ির সামনে বিস্ফোরণের সত্যতা নিয়ে সন্দেহ থাকায় প্রথমে পাত্তা দিতে চায়নি পুলিশ। পুলিশ জানিয়েছে, একটি গাড়িতে করে ওই বিস্ফোরক আনা হয়েছিল। সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। ঘটনার তীব্র নিন্দা করেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। তিনি জানান, ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও একটি ট্যুইট করে পুলিশের কাছে বিস্ফোরণের বিষয়ে রিপোর্ট জানতে চেয়েছেন। এই ঘটনার সুত্র ধরেই তল্লাশি চালায় পুলিশ।