কলকাতা: গার্ডেনরিচের ঘটনার পরও হুঁশ ফেরেনি শহরবাসীর। ফের কলকাতায় বহুতল ভেঙে মৃত্যু কিশোরের। বাগুইআটিতে ভেঙে পড়ল তিনতলা বাড়ির (Baguiati House Collapse) একাংশ। বাড়ির এক তলার ছাদের অংশ ভেঙে পড়ে আচমকাই। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল বাড়িরই বাসিন্দা। রাত থেকে উদ্ধারকাজ চালাচ্ছিল পুলিশ এবং দমকল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত কিশোরোর নাম ধ্রুবজ্যোতি মণ্ডল।
বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার ছিল দিনভর বৃষ্টি। রাতে বাগুইআটি থানা এলাকার অশ্বিনীনগরে আচমকাই ভেঙে পড়ে তিনতলা বাড়ির একাংশ। বাড়িতে যাঁরা ছিলেন, কোনও রকমে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। কিন্তু একতলার ছাদ চাপা পড়ে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় ওই কিশোর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকেও। বৃষ্টির মধ্যেই দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। প্রায় আট ঘণ্টা ধ্বংসস্তূপেই চাপা পড়ে ছিলেন যুবক। শুক্রবার ভোর ৫টা নাগাদ ধ্বংসস্তূপ সরিয়ে তাঁকে উদ্ধার করে দমকল বাহিনী। আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার আনিসুর ও তাঁর ভাই
জানা গিয়েছে, এলাকায় মেধাবী পড়ুয়া হিসাবেই পরিচিত ছিল ধ্রুবজ্যোতি। এবারেই উচ্চমাধ্যমিকে প্রায় ৮০শতাংশ নম্বর পেয়ে পাস করেছিল। ২০১৮ সালে তাঁর বাবা মারা যান তিনি। মা ও দাদার সঙ্গেই থাকত ধ্রুবজ্যোতি। বৃহস্পতিবার একতলার ঘরে বসে টিভি দেখছিল ধ্রুবজ্যোতি। বাড়িতে মা ও তার দাদা ছিল না। বৃহস্পতিবার প্রথমে তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়। তারপর দোতালার ছাদ ভেঙে পড়ে একতলায় ঘরে বসে থাকা ধ্রুবজ্যোতির গায়ের উপর। জানা গিয়েছে, ১৫ বছর আগে তৈরি হওয়া বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছিল। তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থেকে বাড়ির সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করছিল মণ্ডল পরিবার। কিন্তু তার আগে ঘটে গেল মর্মান্তিক পরিণতি। শহরে বারবার বাড়ির বাঙা নিয়ে উঠছে দুর্বল বাড়ি তৈরি নিয়ে প্রশ্ন? অনেকের মতে বাড়ি তৈরির সময় নিয়ম তো মানা হয় না তার উপর নিম্নমানে সামগ্রি দিয়ে বাড়ি নির্মানের জেরে শহরের বুকে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা।
অন্য খবর দেখুন