প্যারিস: চরমতম দুর্ভাগ্যের শিকার হলেন বিনেশ ফোগট (Vinesh Phogat)। বুধবার সোনা জয়ের লক্ষ্যে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ফাইনালে খেলার কথা ছিল ভারতীয় কুস্তিগিরের। কিন্তু ওজন সামান্য বেশি হয়ে যাওয়ায় ফাইনালে নামতে দেওয়া হবে না তাঁকে। দুর্ভাগ্যজনক এই খবর জানিয়েছে ভারতের অলিম্পিক কমিটি (IOC)।
বিনেশ সাধারণত ৫৩ কেজি বিভাগে খেলেন। কিন্তু এবার ৫০ কেজিতে খেলছিলেন। বুধবার সকালে ওজন করে দেখা যায়, ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে তাঁর। এই কারণেই ফাইনালে খেলা হবে না তাঁর। একই সঙ্গে কোনও পদকও পাবেন না বিনেশ।
আরও পড়ুন: ৮৯.৩৪ মিটার! এক থ্রোয়ে ফাইনালে নীরজ চোপড়া
ভারতীয় অলিম্পিক কমিটির তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “ভারতীয় দল দুঃখের সঙ্গে জানাচ্ছে, মেয়েদের কুস্তির ৫০ কেজি বিভাগে বিনেশ ফোগট যোগ্যতা অর্জন করতে পারেননি। সারারাত ধরে দলের বহু চেষ্টার পরেও ওজন সামান্য বেশি হয়েছে। আপাতত এ নিয়ে আর কোনও মন্তব্য করা হবে না।”
লাঞ্চিত অপমানিত হয়ে কুস্তি ছেড়েই দিতে চেয়েছিলেন বিনেশ ফোগট। গঙ্গায় বিসর্জন দিতে চেয়েছিলেন অর্জিত সমস্ত পদক। সেখান থেকে আজ, ৭ জুলাই অলিম্পিক্সে সোনা জয়ের সামনে এসে পড়েছিলেন বিনেশ। গোটা দেশ ধন্য ধন্য করছিল তাঁর লড়াইয়ে। কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যের শিকার হলেন তিনি।
দেখুন অন্য খবর: