খড়দহ: বিধবা মহিলাকে গণধর্ষণের (Khardha Physical Assault Widow) অভিযোগ চার যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়দহের (Khardha) পাতুলিয়া পঞ্চায়েতের ডাঙ্গা ডিঙলা এলাকার। ঘটনার অভিযোগ গায়ের রহড়া থানায়।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে সোচ্চার গ্রামবাসীরা। অভিযোগ দায়ের করার পর তা তুলে নিতে বন্দুক দেখিয়ে নির্যাতিতাকে হুমকি দেয় অভিযুক্ত যুবকরা। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজন পলাতক। পরে গোপন সূত্রের খবর পেয়ে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বাড়িতে একাই ছিলেন। সোমবার রাতে তিনি প্রয়োজনে বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, সে সময়ে চার জন তাঁকে টেনে আমবাগানের ভিতর নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা আমবাগানের ভিতর থেকেই ওই মহিলাকে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। দোষীদের শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসীরা। গণধর্ষণ এর অভিযোগ দায়ের করা হয় রহড়া থানায়। অভিযোগ দায়ের করার পর রহড়া থানার পুলিশ তদন্তে নেমে জাবেদ ও ছোটু বলে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকি দুজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। পরে গোপন সূত্রের খবর পেয়ে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আলামিন আকবর বন্দুক নিয়ে এসে কেস তুলে নেওয়ার জন্য সেই মহিলাকে হুমকি দেয় বলে অভিযোগ। এই গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সাফিয়ার রহমান।
আরও পড়ুন: “আমার জেল হতে পারে” কেন বললেন মুখ্যমন্ত্রী?
অন্য খবর দেখুন