কলকাতা: একের পর এক বিকট কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parnganas) পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা। তারপরই লেলিহান আগুনে জ্বলে উঠল চারপাশ। বাড়িতে আচমকা আগুনে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর আশঙ্কা। জখম বেশ কয়েকজন। সোমবার রাতের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। আগুন নেভানোর চেষ্টায় তৎপর গ্রামবাসী এবং পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায়। তার কিছুক্ষণ বাদেই স্থানীয় বাসিন্দারা দেখতে পান আগুনের গ্রাসে একটি বাড়ি। আগুন নেভানোর চেষ্টার মধ্যেই ভিতর থেকে ভেসে আসে কয়েকটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ।
আরও পড়ুন: নোবেল শান্তি পুরুস্কারের জন্য মনোনীত ইমরান
পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির ভিতরে থাকা লোকজনদের কেউই আর বেঁচে নেই। আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়। স্থানীয়দের অনুমান, বাড়িটিতে অনেক বাজি মজুত ছিল। বাসন্তী পুজো উপলক্ষে ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল। রাত সাড়ে ৯টা নাগাদ সেখান থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। রাতে সাড়ে নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।অনেকে আবার মনে করছেন, রান্নার গ্যাস ফেটেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। আপাতত উদ্ধার কাজ জারি রেখেছে পুলিশ। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগুন কিছুটা নিয়ন্ত্রণে।
দেখুন আরও খবর: