ওয়েব ডেস্ক: নতুন বছরের শুরুতেই গ্রহগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বৈদিক জ্যোতিষ (Astrology)। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বুধ গ্রহ একদিকে যেমন বক্রী হবে, তেমনই একই সময়ে উদিতও হবে। বুধের এই দ্বৈত গতি মানবজীবন, ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মত জ্যোতিষীদের। বিশেষ করে এই গ্রহগত পরিবর্তনের ফলে তিনটি রাশির (Rashifal) জাতকদের জন্য আর্থিক উন্নতি ও কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে (Horoscope News)।
মেষ রাশি:
বুধের উদয়ের প্রভাবে মেষ রাশির জাতকদের জীবনে উন্নতির ইঙ্গিত মিলছে। এই সময়ে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ধন-সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল মিলতে পারে। যাঁরা শেয়ার বাজার, বিনিয়োগ বা লটারির সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এই সময় লাভজনক হতে পারে বলেও মত জ্যোতিষীদের। পাশাপাশি পারিবারিক ক্ষেত্রে, বিশেষ করে সন্তানের বিষয়ে শুভ খবর পাওয়ার যোগ রয়েছে।
আরও পড়ুন: টাকা আসার সুযোগ নাকি গোপন শত্রুর ফাঁদ? জানুন রাশিফল
বৃষ রাশি:
বৃষ রাশির জাতকদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ও মান-সম্মান বাড়তে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। বিশেষত বিপণন, যোগাযোগ ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি অনুকূল বলে জানানো হয়েছে।
কুম্ভ রাশি:
বুধের প্রভাবে কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময়ে এগোনোর সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন চুক্তি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাফল্যের যোগ দেখা যাচ্ছে। আর্থিক উন্নতির পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও প্রভাব ও গ্রহণযোগ্যতা বাড়তে পারে।
জ্যোতিষ মতে, এই গ্রহগত পরিবর্তনের প্রভাবে সংশ্লিষ্ট রাশির জাতকরা মানসিক ও শারীরিকভাবেও স্বস্তিতে থাকবেন। সব মিলিয়ে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বুধের অবস্থান বদল অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলেই ইঙ্গিত মিলছে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।