জ্যোতিষশাস্ত্র: নবগ্রহের অন্যতম গ্রহ শনি। শনিগ্রহকে গ্রহরাজও বলা হয়। জ্যোতিষ শাস্ত্রমতে সব থেকে ধীর গতির গ্রহ হল শনি ৷ প্রতি আড়াই বছর অন্তর শনিদেব রাশি পরিবর্তন করে থাকেন ৷ শনিদেবের মূল ত্রিকোণ রাশি, এই রাশিতে শনিদেব সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকেন। চলতি বছরে, ১৪০ বছর পর শনিদেব কুম্ভ রাশিতে মার্গী হচ্ছেন, যার কারণে জ্যোতিষশাস্ত্রে শনির গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনির মার্গী হওয়ায় ভাল ফল পেতে চলেছেন নিম্নোক্ত রাশিগুলো (Astrology Tricks)।
বৃশ্চিক রাশি: ২০২৪-এ শনিদেব আপনার রাশি থেকে চতুর্থ অবস্থানে মার্গী হওয়ার কারণে আপনি অনেক সুবিধা পাবেন। এই সময়ে একাধিক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন। পারিবারিক জীবনে বজায় থাকবে সুখ-শান্তি। আদালতে কোনও মামলা চলতে থাকলে তা থেকে মুক্তি পেতে পারেন। চাকরিজীবীরা অনেক সুবিধা পেতে চলেছেন।
আরও পড়ুন: আর্থিক সমৃদ্ধি হবে, মেনে চলুন এইসব নিয়ম
ধনু রাশি: শনিদেব আপনার রাশি থেকে তৃতীয় অবস্থানে মার্গী হতে চলেছেন। নতুন বছরে আপনার একাধিক পরিকল্পনা সফল হবে। কেটে যাবে সাড়ে সাতিও। যদিও কিছু কাজে বাধা আসতে পারে। মাথা ঠান্ডা রেখে চলুন, সব সমস্যা কেটে যাবে। পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে।
কুম্ভ রাশি: শনিদেব আপনার রাশির লগ্ন ঘরে অর্থাৎ প্রথম অবস্থানে মার্গী হচ্ছেন চলতি বছরে। কুন্ত রাশির জাতকরা শনির এই দশা থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। উন্নতির নতুন অনেক সুযোগ আসবে। আর্থিক অবস্থাও আগের থেকে অনেক ভালো হবে।
বৃষ রাশি: শনিদেব আপনার রাশি থেকে দশম অবস্থানে মার্গী হতে চলেছেন। শনির মার্গী অবস্থান আপনার জন্য উপকারী হলেও আপনাকে কাঠার পরিশ্রম করতে হবে, তবেই স্থায়ী আয়ের উৎস খুঁজে পাবেন। চাকরিজীবীদের আয় বৃদ্ধি পাবে। আপনার কঠোর প্রচেষ্টা আপনার কর্মজীবনে অসাধারণ সাফল্য এনে দেবে।
তুলা রাশি: শনিদেব আপনার রাশি থেকে পঞ্চম অবস্থানে মার্গী হবেন। এর ফলে ২০২৪ সালে, আপনি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত একাধিক বই ও তথ্যের উপর ভিত্তি করে তৈরি। কলকাতা টিভি ডিজিটাল কোনও রকমের কু-সংস্কারে বিশ্বাস করেনা কিংবা কোনও ব্যক্তির ভাবাবেগে আঘাত আনতে চায়না। উপরিউল্লিখিত বিভিন্ন প্রয়োগের ভালো-মন্দ কোনও প্রভাবের জন্য কলকাতা টিভি ডিজিটাল টিম দায়বদ্ধ নয়। কোনও তথ্য বিশ্বাস বা প্রয়োগের করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও খবর দেখুন