নয়াদিল্লি: ‘প্রধানমন্ত্রী আপনার সময় শুরু এখন’, দেড় মিনিটের ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের তোপ তৃণমূল কংগ্রেসের। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন শুক্রবার টুইট বার্তায় সরাসরি প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশে।
আরও পড়ুন: ‘গুণ্ডামি করে বিল পাস করেছে কেন্দ্র’, দাবি তৃণমূলের
তৃণমূলের বক্তব্য, বৃহস্পতিবার সরকারকে সরাসরি ৮টি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও একটি প্রশ্নেরও উত্তর দেয়নি সরকার। হয়তো কোনও উত্তরই নেই আপনার মন্ত্রীদের কাছে। তাই এবার সরাসরি আপনার কাছেই প্রশ্ন, মিস্টার প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং দেবগৌড়ার ছবি দেখিয়ে ডেরেক তোপ, ‘দু’জন প্রধানমন্ত্রীই পার্লামেন্টে উপস্থিত থেকেছেন। ওবিসি বিলের ভোটাভুটিতেও অংশ নিয়েছেন। সংবিধান সংশোধন সংক্রান্ত ওই বিলের ৬ রাউন্ডের ভোটে অংশ নেন তাঁরা। কিন্তু আপনি নিরুদ্দেশ।’
আরও পড়ুন: মেধাবী রুমানাকে ‘মুসলিম’ বলায় বিতর্ক, সংসদের সভাপতি পদ থেকে অপসারিত মহুয়া
NEW. Here’s our 2nd video in 24 hrs. I asked 8 Qs to Ministers about #Parliament
Zero answers.
Mr PM, here's a straight Q for you.
Why were U missing from Parliament? The two former PMs were there & voted on Constitution Amendment 127 #OBCBill, where were you?
VIDEO #2 pic.twitter.com/eNFaD5Z77v
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 13, 2021
নরেন্দ্র মোদির কাছে ডেরেকের প্রশ্ন, ‘আপনাকে কেন পার্লামেন্টে দেখা যাচ্ছে না? মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি কেন পার্লামেন্টকে এড়িয়ে যাচ্ছেন? জনগণের কাছে আপনার সরকারের যেমন দায়বদ্ধতা আছে, ঠিক তেমনই সংসদের কাছে আছে।’
আরও পড়ুন: রক্তাক্ত কুলগাম, বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, নিকেশ ১ লস্কর জঙ্গি
তৃণমূলের বক্তব্য, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আপনার কর্তব্য। আপনার মন্ত্রীরা পারেনি, উত্তর দেওয়ার জন্য আপনার সময় শুরু হল এখন।
বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সৌগত রায়, ডেরেক ও’ ব্রায়েন ও যশবন্ত সিনহা প্রেস কনফারেন্স করে গোটা অধিবেশনে সংসদে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। ডেরেক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, সংসদীয় কমিটিতে আলোচনা ছাড়াই একাধিক বিল পাস করিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৭৫ তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’
সৌগত রায় অভিযোগ করেন, প্রতিটি বিলে কমপক্ষে ১০ মিনিটও সুষ্ঠ আলোচনা হয়নি, অথচ আইন পাস হয়ে গিয়েছে। সংসদে বিলের উপর সংশোধনী প্রস্তাব না করতে পারা কি কোনও গণতন্ত্রের পরিচয়? সিলেক্ট কমিটি গঠন হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ বিলগুলি পর্যালোচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর নিয়ম রয়েছে। বাদল অধিবেশনে মাত্র ১১ শতাংশ বিল সিলেক্ট কমিটিতে স্ক্রুটিনির জন্য পাঠানো হয়েছে। রীতিমতো জোর করেই সব বিল পাস করিয়ে নিয়েছে সরকার।
আরও পড়ুন: তৃণমূল নেত্রীর সামনে শুভেন্দুর নামে জয়ধ্বনি কর্মীদের! ভাইরাল ভিডিও
তৃণমূলের বক্তব্য, স্বাধীনতার পর এই প্রথম লোকসভা কোনও অধিবেশনে প্রথম ১০টি বিলে একটি করে অর্ডিন্যান্স এনেছে সরকার যা গণতন্ত্রে কাম্য নয়। সৌগত রায় অভিযোগ করেন, সংসদে প্রবেশের সময় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, সমস্ত প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত আছেন। অথচ সংসদকেই তিনি এড়িয়ে গিয়েছেন। বাদল অধিবেশনের শেষ দিন কেন্দ্রীয় সরকারের কাছে পেগাসাস সহ মোট ৮টি প্রশ্ন রাখেন তৃণমূল সাংসদরা।