কলকাতা: ‘জন্মদিনের সেরা উপহার।’ নিজের ৩৪-তম জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা পেয়ে এই মন্তব্য করেছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইনস্টাগ্রামে মুখ্যমন্ত্রীর লেখা চিঠি পোস্টও করেন টলি-অভিনেত্রী। সেটা অগস্ট মাসের কথা। সেই সময়ই বোঝা গিয়েছিল শ্রাবন্তীর বিজেপি ত্যাগ স্রেফ সময়ের অপেক্ষা। ধীরে ধীরে দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়েও নেন তিনি। অবশেষে আজ, বৃহস্পতিবার টুইট করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন শ্রাবন্তী।
টুইটে অভিনেত্রী লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপিতে নতুন ভাবনা চিন্তা এবং আন্তরিকতার অভাব রয়েছে৷ তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি৷’ ১ মার্চ বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে টিকিট দেয় বিজেপি। তবে ভোটে জিততে পারেননি শ্রাবন্তী। ভোটের পর থেকে তেমন কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি বিজেপির তারকা সদস্যকে। মাত্র ৯ মাসের পদ্ম-সফর শেষ করার পর শ্রাবন্তী এখন কোনদিকে পা বাড়ান, সেদিকেই তাকিয়ে সকলে।
আরও পড়ুন: শ্রাবন্তীকে দেখে লালা ঝরছিল…, ফের কৈলাসকে আক্রমণ তথাগতর
দোলের সময় গঙ্গাবক্ষে তৃণমূল বিধায়ক মদন মিত্রর সঙ্গে নাচে গানে মেতে উঠেছিলেন শ্রাবন্তী। অনেকেই বলছেন, সেদিনই অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, বিজেপিতে যোগ দিলেও তাঁর মন পড়ে রয়েছে তৃণমূলেই। তার কয়েক মাসের মধ্যে জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এবং আপ্লুত শ্রাবন্তীর সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট। রাজনৈতিক মহলের মতে, বিজেপি ছাড়ার প্রস্তুতি যেন অনেক আগেই নিয়ে ফেলেছিলেন শ্রাবন্তী। কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল!
শ্রাবন্তীর সঙ্গে মমতার রসায়ন বরাবরই ভালো
সোমবার মুখ্যমন্ত্রীর বিজয়া সমাবেশেও মতোই আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তী। যদিও তিনি যাননি। প্রশ্ন উঠছে এ বার কি শ্রাবন্তী তৃণমূলে যোগ দেবেন। এপ্রিলে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘আমাকে দিদির সঙ্গে সরাসরি কথা বলতে দেওয়া হত না। অনেকের মাধ্যমে তাঁকে জানাতে হতো। একবার এক অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য ওঁর কাছে যেতে চেয়েছিলাম, তাও দেওয়া হয়নি।’ সেই অভিমান ঝেড়ে ফেলে তিনি তৃণমূলে ফেরেন কি না, সেটা সময়ই বলবে।
আরও পড়ুন: বিজেপির সঙ্গে বিচ্ছেদ ঘোষণা অভিনেত্রী শ্রাবন্তীর
শ্রাবন্তী নিজে একটি টুইট করে জল্পনা আরও বাড়িয়েছেন। অভিনেত্রী লিখেছেন, সময়ই সমস্ত কিছু বলবে। শ্রাবন্তীর তৃণমূলে আসার বিষয়ে টলিউডে শ্রাবন্তীর সহকর্মী অভিনেত্রী নুসরত জাহান বলেছেন, এটা ওর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ওর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। উনি তৃণমূলে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে শুনিনি। তেমনটা হলে দলের শীর্ষ নেতৃত্বই সিদ্ধান্ত নেবে। বিজেপিতে কেউ থাকবে না।
মার্চের শুরুতে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী৷ ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত৷
শ্রাবন্তীর ঘাসফুল সফরে নামবেন কি না, সেই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যদিও ভিত্তিতে কোনও কথা বলা যায় না। উনি আসতে চাইলে দল ভেবে দেখবে। উনি বিজেপি ছেড়েছেন, এখন এটাই খবর। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, শ্রাবন্তীর বিজেপিতে যোগদান এবং বিজেপি ত্যাগ- দুটোই হালকা ভাবে দেখছি। উনি তৃণমূলে আসতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন: ‘ঘাড় থেকে ভূত নামল’, ‘নগরীর নটীর’ বিদায়ে স্ব-মেজাজে তথাগত, আরও চওড়া হচ্ছে বিজেপির ফাটল