কলকাতা: করোনা (Corona) পরিস্থিতির বাড়বাড়ন্ত রাজ্যে৷ জারি কড়া বিধিনিষেধ। এ কারণে বঙ্গ সফর বাতিল করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)৷ আগামী ৯ ও ১০ জানুয়ারি কলকাতায় আসার কথা ছিল তাঁর৷ পুরভোটের প্রচারেও যাওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু তা আপাতত নাড্ডার সফর বাতিল করা হয়েছে বলে বুধবার জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ সম্প্রতি ন্যাশনাল লাইব্রেরির দলীয় কর্মসূচিতে বাংলায় জে পি নাড্ডা আসবেন তা বলে ঠিক হয়েছিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ নাড্ডার আসার বিষয়টি জানিয়েছিলেন।
একুশের বিধানসভা ভোটে পদ্মকে টেক্কা দিয়েছে ঘাসফুল৷ সেই বিপর্যয় এখনও সামলে উঠতে পারেনি বঙ্গ বিজেপি৷ তারউপর গত কয়েকদিন ধরে দলীয় বিধায়ক-সাংসদরা ক্ষোভ উগরে হোটাসঅ্যাপ গ্রুপ ছাড়ছেন৷ বুধবারও খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সর্বভারতীয় সহ সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে হোটাসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন৷ নতুন রাজ্য কমিটি গঠন ও জেলা সভাপতি নিয়োগ নিয়েও ক্ষোভ আরও চরমে উঠেছে। এই পরিস্থিতি কর্মীদের মনোবলও তলানিতে। তাই সেই মনোবল চাঙ্গা করতে নাড্ডাকে আসরে নামানোর উদ্যোগ নেয় বিজেপি নেতৃত্ব৷ কিন্তু করোনা কাঁটায় তা ভেস্তে গেল৷
কর্মীদের মনোবল বাড়ানো ছাড়াও বিভিন্নস্তরের নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক, আগামীর রণকৌশল বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্তও নেওয়ার কথা ছিল জেপি নাড্ডার৷ শুধু তাই নয়, ২২ জানুয়ারি আসানসোল, বিধাননগর, চন্দনগর ও শিলিগুড়ি পুরসভার নির্বাচন নিয়েও আলোচনার কথা ছিল৷ ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে ওষুধও দেওয়ার কথা তাঁর। তাই দু’দিনের সফরের মধ্যে একদিন আসানসোল ও শিলিগুড়ি যাওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছিল বলে খবর৷ কিন্তু করোনা পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত ৯-১০ জানুয়ারির সফর বাতিল করা হয়েছে৷
আরও পড়ুন-৮ ঘণ্টা অন্তর বদল, পুরনো মাস্ক নষ্টের নির্দেশ কেন্দ্রের