নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের যেমনই হিড়িক পড়ে গিয়েছিল তেমন নির্বাচন মিটতেই একেবারে উলট পুরাণ। বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে যোগদান করছেন অনেকেই। বিজেপিতে থেকে কাজ করতে না পারর কারণে এবার দল বদল করলেন ময়নাগুড়ির ১৬/৫৮ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শংকর দাস। রবিবার ময়নাগুড়ির দুর্গাবাড়ির ইন্দিরা ভবনে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ১ ও ২ নং তৃণমূল কংগ্রেস সভাপতি যথাক্রমে মনোজ রায় ও শিব শঙ্কর দত্ত, ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সজল বিশ্বাস সহ তৃণমূলের নেতৃত্বরা। বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করা সম্ভব নয়।
আরও পড়ুন বিজেপি ছেড়ে তৃণমূলের পথে জেলা সভাপতি
এলাকার উন্নয়ণের স্বার্থেই তৃণমূলে যোগদান করেছেন বলে জানিয়েছেন পঞ্চায়েত সদস্য। ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় যোগদান প্রসঙ্গে বলেছেন, শঙ্কর দাস আগে তৃণমূলেরই সদস্য ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি থেকে জয়লাভ করলেও পড়ে নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি আরও বলেন, তৃণমূলে যোগদান ক্রমশ বাড়তে থাকায় ময়নাগুড়িতে দলের ক্রমশ শক্তি বৃদ্ধি হচ্ছে। আগামীদিনে উত্তরবঙ্গে তৃণমূল নিজের সাংগঠনিক ক্ষমতা আরও বৃদ্ধি করবে।
আরও পড়ুন দুয়ারে চেকআপ কর্মসূচি
প্রসঙ্গত এদিন, মুকুল ঘনিষ্ঠ বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন সিনহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি এদিন প্রায় ৩০০ জন বিজেপি কর্মী এবার তৃণমূলে যোগ দেন।তৃণমূল নেতৃত্বের মত, নির্বাচনের আগে অনেকেই দলত্যাগ করেছিলেন। এখন নির্বাচনের পর ভুল বুঝে বিজেপি ত্যাগ করেছেন। তবে দলত্যাগীদের দলে নেওয়ার বিষয় অনেকটাই সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে।