ধাক্কা নয়, গাল টিপে আদর করেছেন। বললেন, পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। বৃহস্পতিবার মেমারির পালসিট টোলপ্লাজার এক কর্মীকে গলা ধাক্কা দেওয়ার ঘটনায় বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। শুক্রবার সেই ঘটনারই সাফাই দিয়ে বললেন গলা ধাক্কা না গাল টিপে আদর করেছেন।
গতকাল পূর্ববর্ধমানের মঙ্গলকোর্টে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সাংসদ সুনীল। কলকাতা থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় উজ্জ্বল সিংহ নামে পালসিট টোলের এক কর্মী তাঁর গাড়ি আটকে বলেই অভিযোগ ওঠে। তার পরেই ওই কর্মীকে মারধরের অভিযোগ ওঠে সুনীলের বিরুদ্ধে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা মারের অভিযোগের কথা মানতে রাজি হননি। তিনি বলেন, আমি খামোখা ওকে মারধর করতে যাব কেন? আমি গাড়ি থেকে নেমে ওকে গাল টিপে আদর করছিলাম। ওকে বলছিলাম, আমি ওর এলাকার সাংসদ। কিন্তু টোলকর্মীর অভিযোগ তাঁকে গলাধাক্কা দিয়েছেন সাংসদ।
আরও পড়ুন: কোটায় মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
সাংসদ পাল্টা দাবি করেন, ওই কর্মী মত্ত অবস্থায় ছিলেন। আমার গাড়ির সামনে মেম্বার অফ পার্লামেন্টের বোর্ডও লেখা ছিল। ওই কর্মী আমরা পরিচয় জানার পরেও শোনেননি। তাই আমি ওকে একটু ধাক্কা দিয়েছি। এদিকে, টোলকর্মীর অভিযোগ, গাড়ি থেকে নেমে এসে গলাধাক্কা দিয়েছেন সাংসদ। পরে টোলের ম্যানেজার এসে সাংসদের কাছে ক্ষমা চান এই ঘটনার জন্য।